শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা

বাংলা দ্বিতীয় পত্র

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
  ০৯ জুন ২০১৯, ০০:০০
'আমার জ্বর জ্বর লাগছে'

শব্দ, পদ, শব্দগঠন

২২। 'বালকেরা' শব্দটি গঠিত হয়েছে-

ক. বিভক্তিযোগে

খ. প্রত্যয়যোগে

গ. উপসর্গযোগে

ঘ. সন্ধির সাহায্যে

সঠিক উত্তর : ক. বিভক্তিযোগে

২৩। 'কলমটি' শব্দটি গঠিত হয়েছে-

ক. দ্বিরুক্তির সাহায্যে

খ. পদাশ্রিত নির্দেশকের সাহায্যে

গ. প্রত্যয়যোগে

ঘ. উপসর্গযোগে

সঠিক উত্তর : খ. পদাশ্রিত নির্দেশকের সাহায্যে

২৪। 'আমার জ্বর জ্বর লাগছে' বাক্যটি গঠিত হয়েছে-

ক. দ্বিরুক্তির সাহায্যে

খ. পদাশ্রিত নির্দেশকের সাহায্যে

গ. বিভক্তিযোগে

ঘ. সমাসের সাহায্যে

সঠিক উত্তর : ক. দ্বিরুক্তির সাহায্যে

২৫। 'ষোলো' সংখ্যাটির ক্রমবাচক রূপক কোনটি?

ক. ১৬

খ. ষষ্টিতম

গ. ষোলোই

ঘ. ষোড়শ

সঠিক উত্তর : ঘ. ষোড়শ

২৬। চৌদ্দ-এর পূরণবাচক শব্দ কোনটি?

ক. চৌদ্দ

খ. ১৪

গ. চতুর্দশ

ঘ. চৌদ্দই

সঠিক উত্তর : গ. চতুর্দশ

২৭। কোনটি অঙ্কবাচক সংখ্যা?

ক. ৯

খ. ষষ্ঠ

গ. সপ্ত

ঘ. আটই

সঠিক উত্তর : ক. ৯

২৮। নির্দিষ্টতা বোঝাতে সংখ্যাবাচক শব্দের সঙ্গে কী যুক্ত করতে হয়?

ক. এক

খ. গোটা

গ. সপ্তম

ঘ. টি

সঠিক উত্তর : ঘ. টি

২৯। কোনটি ক্রম বা পূরণবাচক সংখ্যা?

ক. পাঁচই

খ. গোটা

গ. সপ্তম

ঘ. অষ্ট

সঠিক উত্তর : গ. সপ্তম

৩০। ক্রমবাচক সংখ্যা কোনটি?

ক. ত্রয়োদশ

খ. পনেরোই

গ. উনিশ

ঘ. দোসরা

সঠিক উত্তর : ক. ত্রয়োদশ

৩১। বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলোর প্রথম চারটি কোন ভাষার নিয়মে সাধিত?

ক. সংস্কৃত

খ. ফারসি

গ. হিন্দি

ঘ. ইংরেজি

সঠিক উত্তর : গ. হিন্দি

৩২। কোনটি পূরণবাচক শব্দ?

ক. কুড়ি

খ. দোসরা

গ. পঞ্চম

ঘ. ২০

সঠিক উত্তর : গ. পঞ্চম

৩৩। সংখ্যা কী কাজে লাগে?

ক. পাঠে

খ. আহারে

গ. খেলায়

ঘ. গণনায়

সঠিক উত্তর : ঘ. গণনায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<52660 and publish = 1 order by id desc limit 3' at line 1