শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক লেনদেনের চার শতাংশ ইউনাইটেড পাওয়ারের

যাযাদি রিপোর্ট
  ১৬ জুন ২০১৯, ০০:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে আসে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৬ লাখ ৭০ হাজার ৫৭৫টি শেয়ার ৯৬ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের তিন দশমিক ৯৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর পাঁচ দশমিক ১৫ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের শেষদিনে কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৩৬ শতাংশ বা এক টাকা ৩০ পয়সা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৬৩ টাকায় হাতবদল হয়। শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৩৬১ টাকা ৫০ পয়সা। ওইদিন কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ৩৬০ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৬৮ টাকায় হাতবদল হয়। আর গত এক বছরে শেয়ারটির দর ২৪২ টাকা ৫০ পয়সা থেকে ৪২২ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৯০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ওই সময় ইপিএস হয়েছে ১১ টাকা ৫১ পয়সা এবং এনএভি ছিল ৪০ টাকা ৮০ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ৪৫৯ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকা। 'এ' ক্যাটেগরির ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির ৮০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪৭৯ কোটি আট লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৯৪৫ কোটি ৩৯ লাখ ১০ হাজার টাকা।

কোম্পানিটির মোট ৪৭ কোটি ৯০ লাখ ৮৭ হাজার একটি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৯০ শতাংশ, প্রাতিষ্ঠানিক ছয় দশমিক ৬৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ এবং তিন দশমিক ২৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

লেনদেনে দ্বিতীয় শীর্ষ অবস্থানে ছিল বিবিএস কেবলস্‌ লিমিটেড। কোম্পানিটির ৬৫ লাখ ৮৭ হাজার ৬৬টি শেয়ার ৬৬ কোটি ২৪ লাখ ৯৬ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের দুই দশমিক ৬৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর সাত শতাংশ বেড়েছে।

সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৮৮ শতাংশ বা ৯০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১০০ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১০০ টাকা ৯০ পয়সা। ওইদিন কোম্পানিটির ১৪ কোটি পাঁচ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দিনজুড়ে ১৩ লাখ ৮৮ হাজার ৭৫৫টি শেয়ার মোট দুই হাজার ৪৬৭ বার হাতবদল হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<53739 and publish = 1 order by id desc limit 3' at line 1