logo
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯, ৭ অগ্রহায়ণ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ০৪ জুলাই ২০১৯, ০০:০০  

দর বাড়ার শীর্ষে ইন্সু্যরেন্সের আধিপত্য

যাযাদি রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে আধিপত্য করছে ইন্সু্যরেন্স খাতের কোম্পানিগুলো। শীর্ষ দশের মধ্যে ৮টি স্থানেই অবস্থান করছে ইন্সু্যরেন্স কোম্পানি। আজ টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ঢাকা ইন্সু্যরেন্স। এই দিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানিটি ৩২৬ বারে ৫ লাখ ২৮ হাজার ৮২৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬২ লাখ ৬৫ হাজার টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে পিপলস ইন্সু্যরেন্স কোম্পানি। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৬২ শতাংশ। এদিন কোম্পানিটির সর্বশেষ ২১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫৯৮ বারে ৯ লাখ ৪১ হাজার ১২৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯৯ লাখ ১ হাজার টাকা।

জনতা ইন্সু্যরেন্স রয়েছে তৃতীয় স্থানে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ৪৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৮ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩৯৬ বারে ৩ লাখ ৯৬ হাজার ৬২৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭০ লাখ ২২ হাজার টাকা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে