বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝুঁকি সত্ত্বেও আশাবাদী সিঙ্গাপুরের বিনিয়োগকারীরা

যাযাদি ডেস্ক
  ২১ জুলাই ২০১৯, ০০:০০

কৌশলগত কারণে সিঙ্গাপুরের অর্থনীতি মন্দায় পড়ার আশঙ্কা থাকলেও দেশটির ইকুইটি বাজার নিয়ে বিনিয়োগকারীরা আশাবাদী। ডিভিডেন্ড ও উপার্জন নিয়ে ইতিবাচক পূর্বাভাস থাকায় চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ দেশটির অর্থনীতি তেমন একটা ক্ষতিগ্রস্ত করতে পারছে না। খবর বস্নুমবার্গ।

সিঙ্গাপুরের বাণিজ্যনির্ভর অর্থনীতি জুন প্রান্তিকে আগের তিন মাসের চেয়ে ৩ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে। বৈশ্বিক বাণিজ্যের শ্লথগতির কারণে দেশটির প্রবৃদ্ধি হ্রাস পায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সম্প্রতি সিঙ্গাপুরের ২০১৯ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ২ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করেছে।

চলতি বছর এ পর্যন্ত দেশটির বেঞ্চমার্ক স্টেইটস টাইমস ইনডেক্স ৯ দশমিক ৮ শতাংশ বেড়েছে। বছরের বাকি সময়ে এ সূচক আরো বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে দেশটির বেঞ্চমার্ক ইনডেক্স ভালো হওয়ার কারণ, এ অঞ্চলের অর্ধেকেরও বেশি বাণিজ্যিক হাবের ৫০ ভাগেরও বেশি রাজস্ব শহরবহির্ভূত আয় থেকে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<59154 and publish = 1 order by id desc limit 3' at line 1