বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে গাড়ি উৎপাদন কমতে পারে

যাযাদি ডেস্ক
  ০৭ আগস্ট ২০১৯, ০০:০০

মুনাফা ও গাড়ি বিক্রি কমে যাওয়ার কারণে নতুন গাড়ি উৎপাদন আরও কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আর উৎপাদন কমলে দেশটির কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে বলেও জানিয়েছেন তারা। খবর লাইভমিন্ট।

উচ্চ পণ্য ও সেবা করের (জেএসটি) কারণে উৎপাদন হ্রাস, কারখানা বিপর্যয়, মজুরি দীর্ঘদিন এক জায়গায় স্থির হয়ে পড়া এবং তারল্য সংকটের কারণে মাসওয়ারি হিসেবে দেশটির গাড়ি বিক্রির প্রবৃদ্ধি কমেছে বলে জানিয়েছেন শিল্প বিশেষজ্ঞরা।

অন্যদিকে কোম্পানিগুলোর ডিলারদের কাছে পণ্য মজুদ হয়ে পড়ায় এবং বিএস ফোর (ভারত স্ট্যান্ডার্ড ফোর) স্টেজের গাড়িগুলোর অবিক্রীত স্টক ব্যবস্থাপনার কারণে দেশটির গাড়ি খাত সমস্যার মধ্যে রয়েছে। এদিকে যাত্রীবাহী গাড়ি বিক্রিতে অব্যাহত প্রবৃদ্ধি হ্রাসের কারণে এ খাতের উৎপাদন আরো কমতে পারে বলে জানিয়েছেন গ্র্যান্ট থর্নটনের ভারতীয় অংশীদার শ্রীধর ভি। দেশটির গাড়ি শিল্পের এ পরিস্থিতিতে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারাররা (ওইএম) অপারেশনাল পর্যায়ে নিজেদের খরচ কমাতে বিভিন্ন উপায় অনুসন্ধান করছে। ওইএমগুলো খরচ কমাতে উৎপাদন স্থগিত এবং ব্যয়ের বিষয়ে কড়াকড়ি আরোপ করতে পারে বলে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) জানিয়েছেন শ্রীধর ভি। ওইএমগুলো গাড়ি খাতের চলমান করুণ সময় পাড়ি দিতে এ মুহূর্তে উৎপাদন হ্রাসের দিকে ঝুঁকছে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা। গাড়ি শিল্পের বিপর্যয়ের ফলে বিক্রি হ্রাস পাওয়াটা দেশটির জন্য গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ দেশটির ম্যানুফ্যাকচারিং খাতের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় অর্ধেক আসে গাড়ি শিল্প থেকে।

অন্যদিকে জিএসটি রাজস্বের ১১ শতাংশও আসে এ খাত থেকে।

লম্বা সময় গাড়ি খাতের ভোক্তা বাজার দুর্বল থাকায় ডিলারদের কাছে পণ্য বিক্রি না হয়ে মজুদ অবস্থায় পড়ে রয়েছে বলে জানিয়েছেন ইন্ডিয়া রেটিংস অ্যান্ড বিচার্সের জ্যেষ্ঠ বিশ্লেষক রিচা বুলানি। দীর্ঘ সময় ভোক্তা বাজার অব্যাহতভাবে দুর্বল থাকলে দেশটির ওইএমগুলো নিজেদের প্রয়োজনমতো গাড়ি উৎপাদন আরো কমাবে বলে জানিয়েছেন বুলানি।

গাড়ি উৎপাদন কমালে ডিলাররা সাময়িকভাবে কিছুটা স্বস্তি পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে গাড়ি উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত গাড়ি সরবরাহ প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। ফলে দীর্ঘমেয়াদে ওইএম, কম্পোনেন্ট সরবরাহকারী ও ডিলাররাও ক্ষতির হাত থেকে রক্ষা পাবে না। এদিকে দেশটির যাত্রীবাহী, বাণিজ্যিক, টু হুইলার ও থ্রি হুইলার গাড়ি উৎপাদনকারীরা অভ্যন্তরীণ বাজারে সম্প্রতি গাড়ি বিক্রি ব্যাপক কমেছে বলে জানিয়েছে।

জুনে দেশটির অভ্যন্তরীণ বাজারে যাত্রীবাহী গাড়ি বিক্রি ২৪ দশমিক ৭ শতাংশ কমে ১ লাখ ৩৯ হাজার ৬২৮ ইউনিটে দাঁড়িয়েছে বলে জানিয়েছে সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারারস (এসআইএএম)। এদিকে এ খাতের জুলাইয়ের পরিসংখ্যান এখনো প্রকাশ করা হয়নি।

গত মাসে দেশটির অভ্যন্তরীণ বাজারে বাণিজ্যিক গাড়ি বিক্রি ১২ দশমিক ২৭ শতাংশ কমে ৭০ হাজার ৭৭১ ইউনিটে দাঁড়িয়েছে। তাছাড়া স্কুটার, মোটরসাইকেল, মোপেডসসহ টু হুইলার বিক্রি গত মাসে ১১ দশমিক ৬৯ শতাংশ কমে ১৬ লাখ ৪৯ হাজার ৪৭৭ ইউনিটে দাঁড়িয়েছে।

ফলে গত মাসে দেশটির অভ্যন্তরীণ বাজারে গাড়ি বিক্রি সামগ্রিকভাবে ১২ দশমিক ৩৪ শতাংশ কমে ১৯ লাখ ৯৭ হাজার ৯৫২ ইউনিটে দাঁড়িয়েছে। গাড়ি বিক্রি কমার কারণে স্বাভাবিকভাবে গাড়ি উৎপাদনও কমেছে। গত মাসে অভ্যন্তরীণ যাত্রীবাহী গাড়ি উৎপাদন ২২ দশমিক ২৬ শতাংশ কমে আগের মাসের ২ লাখ ১৮ হাজার ১৬৭ ইউনিট থেকে ১ লাখ ৬৯ হাজার ৫৯৪ ইউনিটে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<61652 and publish = 1 order by id desc limit 3' at line 1