বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৫২০ কোটি ডলার ক্ষতি উবারের

নতুনধারা
  ১১ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট

মূল রাইডশেয়ারিং ব্যবসার প্রবৃদ্ধি মন্থর হয়ে পড়ায় দ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৫২০ কোটি ডলার ক্ষতির কথা জানিয়েছে মার্কিন বহুজাতিক পরিবহন নেটওয়ার্ক কোম্পানি উবার টেকনোলজিস। এ ছাড়া বৃহস্পতিবার কোম্পানিটির আয়ও ওয়াল স্ট্রিটের লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে থাকতে দেখা যায়। ফলে ৬ শতাংশ শেয়ারদর হারিয়েছে উবার। খবর: রয়টার্স

যুক্তরাষ্ট্রে মূল্যযুদ্ধ প্রশমিত হওয়া সত্ত্বেও মন্থর আয় প্রবৃদ্ধি উবারের সম্প্রসারণ ও প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করছে। ইনভেস্টিং ডটকমের বিশ্লেষক হারিস আনোয়ার বলেন, লোকসান বাড়ছে ও প্রতিযোগিতা চেপে বসছে উবারের এমন প্রতিবেদনের পর বোঝা যাচ্ছে, আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচন নিয়ে উবারের স্পষ্টতার ঘাটতি বিনিয়োগকারীদের আস্থা হ্রাস ও শেয়ারদর ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে দায়ী।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে উবারের ক্ষতি গত বছরের একই সময়ের চেয়ে বেড়েছে। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ক্ষতির পরিমাণ ছিল ৮৭ কোটি ৮০ লাখ ডলার। দ্বিতীয় প্রান্তিকের নিট ক্ষতির মধ্যে রয়েছে চলতি বছরের শুরুতে আইপিও সম্পর্কিত স্টকভিত্তিক ক্ষতিপূরণ বাবদ ৩৯০ কোটি ডলার ব্যয় ও চালকদের প্রণোদনা সম্পর্কিত ৩০ কোটি ডলারের শেয়ার বিক্রি।

এদিকে বৃহস্পতিবার উবারের শেয়ারদর ৮ শতাংশের বেশি বাড়তে দেখা যায়। এ ছাড়া উবারের প্রতিদ্বন্দ্বী লিফটের শেয়ারদর ৩ শতাংশ বেড়ে যায়। কিন্তু আয় প্রতিবেদন প্রকাশের পর সেদিনই ৬ শতাংশ শেয়ারদর হারায় উবার। লিফট হারিয়েছে ২ শতাংশ শেয়ারদর।

আর্থিক বাজারের তথ্য সরবরাহকারী সংস্থা রেফিনিটিভের ইনস্টিটিউশনাল ব্রোকারস এস্টিমেট সিস্টেম (আইবিইএস) উপাত্ত অনুসারে, উবার আয় প্রবৃদ্ধি মন্থর হয়ে ১৪ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছে। ফলে কোম্পানিটির আয় দাঁড়িয়েছে ৩২০ কোটি ডলার, যা বিশ্লেষকদের গড় ৩৩৬ কোটি ডলার আয় পূর্বাভাসের চেয়ে কম। কোম্পানিটির মূল ব্যবসা রাইডশেয়ারিংয়ের আয় মাত্র ২ শতাংশ বেড়ে ২৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে খাদ্য সরবরাহ ব্যবসা উবার ইটের আয় ৭২ শতাংশ বেড়ে ৫৯ কোটি ৫০ লাখ ডলারে দাঁড়িয়েছে।

মোট বুকিং এক বছর আগের তুলনায় ৩১ শতাংশ বেড়ে ১ হাজার ৫৭৬ কোটি ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা মোট বুকিং ১ হাজার ৫৮০ কোটি ডলারে দাঁড়াবে বলে পূর্বাভাস করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<62106 and publish = 1 order by id desc limit 3' at line 1