বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রবাসী আয়ে এবারও বাংলাদেশ নবম

যাযাদি রিপোর্ট
  ১৭ আগস্ট ২০১৯, ০০:০০

বিশ্বব্যাপী বেশি প্রবাসী আয় আসা দেশগুলোর মধ্যে এবারও বাংলাদেশের অবস্থান নবম। ২০১৮ সালে বাংলাদেশ ১৫ দশমিক ৫ বিলিয়ন ডলার প্রবাসী আয় আহরণ করে এ স্থান ধরে রেখেছে বাংলাদেশ। এ তালিকায় শীর্ষে রয়েছে প্রতিবেশী দেশ ভারত, দ্বিতীয় চীন ও তৃতীয় অবস্থানে আছে মেক্সিকো। সম্প্রতি বিশ্বব্যাংকের মাইগ্রেশন অ্যান্ড রেমিট্যান্স ইউনিট বিভাগ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রেমিট্যান্সের গতি প্রাণবন্ত ছিল। ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে বিশ্বে প্রবাসী আয়ের দেশ হিসেবে অবস্থান বদলায়নি। কারণ এর আগের বছর ২০১৭ সালেও বাংলাদেশ একই অবস্থানে ছিল।

প্রতিবেদনের তথ্য বলছে, ২০১৮ সালে দক্ষিণ এশিয়ায় প্রবাসী আয়ে ১২ শতাংশ প্রবৃদ্ধি হয়ে ১৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা ২০১৭ সালে প্রবৃদ্ধি ছিল ৬ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক পরিস্থিতি শক্তিশালী উত্থান ঘটেছে। এছাড়া তেলের দাম বাড়ায় প্রবাসী আয় আহরণে ইতিবাচক প্রভাব পড়েছে। ২০১৮ সালে ভারতে প্রবাসী আয় ১৪ শতাংশেরও বেশি বেড়েছে। আলোচিত বছরে দেশটি সাত হাজার ৮৬০ কোটি ডলার প্রবাসী আয় আহরণ করে প্রথম স্থান ধরে রেখেছে। ভারতের পরে রয়েছে চীন, মেক্সিকো, ফিলিপাইন, মিসর, নাইজেরিয়া, পাকিস্তান, ইউক্রেন ও ভিয়েতনাম।

বিশ্বব্যাংকের ধারণা, ২০১৮ সালে চীনের প্রবাসী আয়ের পরিমাণ ছয় হাজার ৭৪০ কোটি ডলার, মেক্সিকোর তিন হাজার ৫৭০ কোটি, ফিলিপাইনের তিন হাজার ৩৮০ কোটি, মিসর দুই হাজার ৮৯০ কোটি, নাইজেরিয়ার দুই হাজার ৪৩০ কোটি, পাকিস্তান দুই হাজার ১০০ কোটি, ভিয়েতনাম এক হাজার ৯০০ কোটি ডলার, বাংলাদেশ এক হাজার ৫০০ কোটি ডলার এবং ইউক্রেন এক হাজার ৪৪০ কোটি ডলার প্রবাসী আয় আহরণ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<62544 and publish = 1 order by id desc limit 3' at line 1