শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীনের বাজারে হুমকিতে অ্যাপল

যাযাদি ডেস্ক
  ০৫ আগস্ট ২০১৮, ০০:০০

চীনের স্মাটের্ফান বাজারে সুবিধাজনক অবস্থানে নেই প্রযুক্তি কোম্পানি অ্যাপল। দেশটিতে স্থানীয় ব্র্যান্ডগুলোর আধিপত্য ও ভ‚-রাজনৈতিক কারণে ভবিষ্যতে আরও বেশি সংকটে পড়তে পারে মাকির্ন এ প্রতিষ্ঠান। কয়েকটি বাজার গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমনটাই পূবার্ভাস দেয়া হয়েছে। খবর ফিন্যান্সিয়াল টাইমস ও এএফপি।

ক্যানালিসের তথ্যমতে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) চীনের স্মাটের্ফান বাজারের ২৭ শতাংশ দখলে নিয়ে শীষর্ অবস্থান ধরে রেখেছে হুয়াওয়ে এবং প্রতিষ্ঠানটিরই সাব-ব্র্যান্ড অনার। প্রান্তিকটিতে চীনের বাজারে অ্যাপলের দখল কমেছে।

জনপ্রিয় হ্যান্ডসেট আইফোনসহ বেশকিছু ডিভাইস উৎপাদনের জন্য চীনের ওপর নিভর্রশীল অ্যাপল। চুক্তিভিত্তিক পণ্য নিমার্তার মাধ্যমে উৎপাদিত এসব ডিভাইস পরে বিভিন্ন দেশের স্টোরে বিক্রির জন্য পাঠানো হয়। ট্রাম্প প্রশাসন চীনা পণ্য আমদানিতে শুল্ক আরোপের প্রস্তাব করেছে। এতে অ্যাপলের ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পযর্ন্ত আইফোন ব্যবসায় তেমন নেতিবাচক প্রভাব পড়েনি।

ধারণা করা হচ্ছে, ট্রাম্প প্রশাসনের পদক্ষেপে অ্যাপলের স্মাটর্ওয়াচ, এয়ারপড হেডফোন ও হোমপড স্পিকার ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে টিক কুক জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা করবেন।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনভিত্তিক স্মাটের্ফান নিমার্তা হুয়াওয়ে টেকনোলজিস বৈশ্বিক স্মাটের্ফান সরবরাহে অ্যাপলকে টপকে দ্বিতীয় স্থান দখল করেছে। গত সাত বছরের মধ্যে এবারই প্রথম বৈশ্বিক স্মাটের্ফান সরবরাহে শীষর্ দুই থেকে বিচ্যুত হয়েছে অ্যাপল। বৈশ্বিক বাজারে অবস্থান নিচে নেমে গেলেও দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা করেছে অ্যাপল। ক্যানালিস, কাউন্টারপয়েন্ট রিসাচর্সহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনেও বৈশ্বিক স্মাটের্ফান সরবরাহে অ্যাপলের অবস্থান বদলের তথ্য উঠে এসেছে।

আইডিসির তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মোট ৩৪ কোটি ২০ লাখ স্মাটের্ফান সরবরাহ হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১ দশমিক ৮ শতাংশ কম। প্রান্তিকটিতে বৈশ্বিক স্মাটের্ফান সরবরাহে শীষর্স্থানে রয়েছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস জায়ান্টটি প্রান্তিকটিতে ৭ কোটি ১৫ লাখ ডিভাইস সরবরাহ করেছে। বাজারে দ্বিতীয় স্থানে থাকা হুয়াওয়ের ডিভাইস সরবরাহ ৫ কোটি ৪২ লাখে পেঁৗছেছে। একই সময়ে অবস্থানচ্যুত অ্যাপল ৪ কোটি ১৩ লাখ আইফোন সরবরাহ করেছে।

ক্যানালিসের বিশ্লেষক নিকলে পেং বলেন, বতর্মানে চীনা বাজারে সুবিধাজনক অবস্থানে নেই অ্যাপল। প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে দেশটিতে আরো বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।

তবে সা¤প্রতিক প্রান্তিকগুলোয় অ্যাপলের ভালো অবস্থানে বড় ভ‚মিকা রেখেছে আইফোনের দশক পূতির্ সংস্করণ আইফোন টেন। এ মডেলের ডিভাইসটির কারণে দ্বিতীয় প্রান্তিকে অ্যাপলের রাজস্ব আয় এক বছর আগের চেয়ে ১৭ শতাংশ বেড়েছে। তবে একই সময়ে প্রতিষ্ঠানটির ডিভাইস সরবরাহ ১ শতাংশ বেড়েছে।

বৃহত্তর চীনে গত চার প্রান্তিক ধরে ধারাবাহিকভাবে রাজস্ব আয়ে দুই অংকের প্রবৃদ্ধি পাচ্ছে অ্যাপল। তবে বাজার বিশ্লেষকদের তথ্যমতে, চীনের স্থানীয় কোম্পানিগুলো ভবিষ্যতে দেশটির বাজারে তাদের দখল বাড়াবে। ফলে দেশটিতে অ্যাপলের দখল কমবে। একই সঙ্গে রাজস্ব আয়ও কমবে। তবে অ্যাপলের প্রধান নিবার্হী কমর্কতার্ (সিইও) টিম কুক দাবি করেছেন, চীনের মধ্যবিত্ত শ্রেণির মানুষদের কাছে তাদের ডিভাইসের চাহিদা থাকবে।

আইএইচএস মাকেের্টর বিশ্লেষক ওয়েইন লাম বলেন, বতর্মানে চীনের স্মাটের্ফান বাজার স্থবির অবস্থায় রয়েছে। দেশটির বাজারে প্রবৃদ্ধি নেই বললেই চলে। তার মতে, দেশটির বাজারে অ্যাপল দীঘের্ময়াদে ভালো অবস্থানে থাকবে না। তবে দেশটির বাজারে অ্যাপল দখল বাড়াতে চাইলে, তাদের সাশ্রয়ী মূল্যের ডিভাইস আনতে হবে।

বিশ্লেষকদের মতে, চলতি বছর অ্যাপল তাদের আইফোনের দাম বাড়িয়ে রাজস্ব আয় বাড়াতে পারে। এ কারণে প্রতিষ্ঠানটি এবার আইফোন টেনের চেয়ে বড় ডিসপ্লের দামি ডিভাইস আনতে পারে। তবে মাকির্ন প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে চীন ও ভারতে ডিভাইসের দাম নিয়ে কিছুটা সংকটে পড়তে হতে পারে।

ইন্টারনেট প্যাকেজের দাম

কমাল গ্রামীণফোন

যাযাদি ডেস্ক

সেলফোন অপারেটর গ্রামীণফোন দুটি ইন্টারনেট প্যাকেজের দাম কমিয়েছে। সরকার ইন্টারনেট ব্যবহারের ওপর ভ্যাট ১৫ থেকে কমিয়ে ৫ শতাংশ করায় এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী সপ্তাহের মধ্যে গ্রামীণফোনের অন্য প্যাকেজগুলোর দাম সমন্বয় করা হবে।

গ্রামীণফোনের ৪২ টাকার ২ গিগাবাইট ইন্টারনেট প্যাকেজ এখন ৩৮ টাকায় পাওয়া যাবে। এ প্যাকেজের মেয়াদ দুদিন। এছাড়া ৯৪ টাকার ১ গিগাবাইট ইন্টারনেট প্যাকেজ পাওয়া যাবে ৮৬ টাকায়। এ প্যাকেজের সঙ্গে গ্রাহকরা পাবেন সাতদিন মেয়াদ। গতকাল থেকে এ দুই ইন্টারনেট প্যাকেজের সমন্বিত দাম চালু হয়েছে।

এ নিয়ে গ্রামীণফোনের ডেপুটি প্রধান নিবার্হী কমর্কতার্ (সিইও) এবং প্রধান বিপণন কমর্কতার্ (সিএমও) ইয়াসির আজমান বলেন, আমরা ভ্যাট হ্রাসের সরকারি সিদ্ধান্তের প্রশংসা করছি। এর কারণে গ্রাহকদের আরও কম মূল্যে বেশি ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিতে পারছে গ্রামীণফোন। এখন আমাদের গ্রাহকরা আরও সুলভে ইন্টারনেট দুনিয়ায় প্রবেশ করতে পারবেন এবং আমাদের উন্নততর নেটওয়াকের্র অভিজ্ঞতা পাবেন।

তিনি বলেন, গ্রামীণফোনই সবর্প্রথম দেশব্যাপী মোবাইল ইন্টারনেট সেবা পেঁৗছে দিয়েছে। বিশ্বখ্যাত ইন্টারনেট সংযোগ এবং গতি পরীক্ষা ও গতি পযাের্লাচনাকারী প্রতিষ্ঠান ওকলা দেশের দ্রততম মোবাইল নেটওয়াকের্র স্বীকৃতি দিয়েছে গ্রামীণফোনকে।

বাংলাদেশের সব সেলফোন অপারেটরের গ্রাহকদের ডিভাইসে স্পিডটেস্ট অ্যাপের মাধ্যমে সংগৃহীত তথ্য পযাের্লাচনা করে চলতি বছরের প্রথমাধের্র জন্য গ্রামীণফোনকে দেশের সবচেয়ে দ্রæতগতির মোবাইল নেটওয়াকর্ সেবাদাতা ঘোষণা করেছে ওকলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<6505 and publish = 1 order by id desc limit 3' at line 1