বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কৃষকের ব্যাংক হিসাব এক কোটি

নতুনধারা
  ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট

ব্যাংক খাতের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করে কৃষি খাত। এই খাতের প্রাণ কৃষকদের নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সবকটি উদ্যোগ সফলতার মুখ দেখেছে। ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার উদ্যোগে সাড়া দিয়েছেন দেশের এক কোটি কৃষক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদে উঠে এসেছে এমন তথ্য।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচির আওতায় বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের বিভিন্ন খাতে সর্বমোট এক কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৪৫টি ব্যাংক হিসাব খোলা হয়েছে। চলতি বছরের (২০১৯) জুন শেষে বিশেষ সুবিধাযুক্ত এই হিসবাগুলোর মধ্যে ৫১ শতাংশ হিসাব কৃষকদের। যার সংখ্যা এক কোটি ৩৬ হাজার ৯০৭টি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, হিসাবগুলোতে জমার পরিমাণ মোট এক হাজার ৯৩০ কোটি ১৯ লাখ টাকা।

আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচিতে ব্যাংক হিসাব খোলা কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কৃষকদের অন্তর্ভুক্তি। কৃষি কর্মকান্ডে সরকারি সহায়তার অংশ হিসেবে সরকারের বিভিন্ন ভর্তুকিসহ অন্যান্য ব্যাংকিং সেবা প্রদানের উদ্দেশে কৃষকদের হিসাব খোলার উদ্যোগ।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ২০০ কোটি টাকার তহবিল থেকে কৃষকদের পুনঃঅর্থায়ন করা হয়। এর মধ্যে ১০ টাকায় খোলা কৃষকদের ৪৪ হাজার ৪৫৮টি হিসাবের মাধ্যমে উপকারভোগীদের মাঝে ১৪৪ কোটি ৭৬ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

কৃষকদের ১০ টাকায় খোলা হিসাব কার্যক্রমে ২০১৮ সালের জুন পর্যন্ত মোট হিসাব সংখ্যা ছিল প্রায় ৯২ লাখ ১৭ হাজার। এ বছরের (২০১৯) জুনে এসে কৃষকের ১০ টাকার হিসাব বৃদ্ধি পেয়েছে প্রায় আট লাখ ১৯ হাজার। এক বছরে বৃদ্ধির হার ৮ দশমিক ৮৯ শতাংশ। তবে আগের তিন মাসের (জানুয়ারি-মার্চ) তুলনায় চলতি ত্রৈমাসিকে হিসাব সংখ্যা বৃদ্ধি পেয়েছে দশমিক ৪৭ শতাংশ। এসব হিসাবে মোট পুঞ্জিভূত জমার পরিমাণ ৩১৮ কোটি ৬৪ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<66306 and publish = 1 order by id desc limit 3' at line 1