logo
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯, ৬ কার্তিক ১৪২৬

  অনলাইন ডেস্ক    ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

এসিআই বাজারে নিয়ে এলো ওটস মিশ্রিত আটা

এসিআই বাজারে নিয়ে এলো ওটস মিশ্রিত আটা
স্বাস্থ্য সচেতনদের জন্য বাংলাদেশের বাজারে 'নিউট্রিলাইফ আটা ওটস পস্নাস' নিয়ে এলো এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড। তৃতীয় প্রজন্মের স্বাস্থ্যসম্মত নতুন এই পণ্যে রয়েছে গমের আটা এবং ওটস এর দুর্দান্ত সংমিশ্রণ। সোমবার এসিআই সেন্টারে 'নিউট্রিলাইফ আটা ওটস পস্নাস' ভোগ্য পণ্যটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে নতুন পণ্যের মোড়ক উন্মোচন করেন এসিআই কনজু্যমার ব্র্যান্ডসের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর। এছাড়া এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেডের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর অনুপ কুমার সাহা; বিজনেস ম্যানেজার মইনুর রহমান; বিজনেস ম্যানেজার এ এস এম ফয়জুলস্নাহ ও সেলস ম্যানেজারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভোক্তাদের মাঝে স্বাস্থ্যসম্মত আটার চাহিদার কথা বিবেচনা করে এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড স্বাস্থ্য সচেতনদের জন্য দেশের বাজারে নিয়ে এসেছে নিউট্রিলাইফ আটা ওটস পস্নাস। নতুন এই স্বাস্থ্যসম্মত আটা তৈরি করা হয়েছে গমের আটা এবং ওটস এর দুর্দান্ত সংমিশ্রণে। বিজ্ঞপ্তি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে