শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বোমা হামলায় নিহত দুই বাগদাদে

যাযাদি ডেস্ক
  ১৭ নভেম্বর ২০১৯, ০০:০০

ইরাকের রাজধানী বাগদাদের 'তায়ারান স্কোয়ারে' বোমা বিস্ফোরণে অন্তত দুইজন নিহত ও ১২ জন আহত হয়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের এ দেশটিতে গত কয়েক সপ্তাহের সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতার মধ্যে শুক্রবার এ অত্যাধুনিক বোমার বিস্ফোরণ ঘটল। যদিও এ ঘটনার সঙ্গে বিক্ষোভের কোনো যোগ আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থলের কাছে তাহ্‌রির স্কোয়ারই বাগদাদের এখনকার সরকারবিরোধী বিক্ষোভের অন্যতম কেন্দ্র। দুর্নীতি ও শাসন ব্যবস্থায় বিতৃষ্ণ লাখো ইরাকি অক্টোবরের প্রথম থেকে বাগদাদ ও দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে লাগাতার বিক্ষোভ শুরু করে।

উত্তেজনা প্রশমনে প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদির সরকার বেশকিছু পদক্ষেপ নিলেও আন্দোলনকারীদের

শান্ত করা যায়নি।

এখন পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ-সহিংসতায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।

গত কয়েক সপ্তাহের আন্দোলন তেলসমৃদ্ধ দেশটিতে নতুন অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে।

সংবাদসূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<75861 and publish = 1 order by id desc limit 3' at line 1