শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও বাড়াতে চায় চট্টগ্রাম চেম্বার

নতুনধারা
  ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বলেছেন, দেশের সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ অধিকতর বৃদ্ধি করা সম্ভব। চট্টগ্রাম ও পোর্টসমাউথের মধ্যে শত বছরের ব্যবসায়িক ইতিহাস ও ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। দুই সিটির মধ্যে আগামী দিনগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ সফররত ইউকে ট্রেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড এডুকেশন মিশন প্রতিনিধিদলের সঙ্গে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চেম্বার সভাপতি যুক্তরাজ্যের শিক্ষা, জাহাজ তৈরি, পস্নাস্টিক, শিপিং, ক্যাটারিং, কনসালটেন্সি, মেরিটাইম, টু্যরিজম, আইটি, ফার্নিচার, প্যাকেজিং, কৃষি, ফিশারিজ খাতের উন্নত ও সমৃদ্ধতার প্রশংসা করে বাংলাদেশের এসব খাতে ব্রিটিশ কারিগরি ও বিনিয়োগ প্রত্যাশা করেন। মাহবুবুল আলম চিটাগাং চেম্বারের প্রস্তাবিত বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স গঠনে প্রতিনিধিদলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধিদল নেতা রাজা আলী বলেন, বিশ্বে বাংলাদেশ আজ দ্রম্নত বর্ধনশীল টাইগার অর্থনীতি হিসাবে পরিচিতি পাচ্ছে। তিনি এদেশের বর্তমান অগ্রগতি ও প্রবৃদ্ধির ভূয়সী প্রশংসা করে ব্যবসা ও বিনিয়োগে যুক্তরাজ্যের উদ্যোক্তাদের আগ্রহের কথা জানান। প্রতিনিধিদল নেতা অবস্থানগত সাদৃশ্যের কারণে বন্দরনগরী চট্টগ্রামকে পোর্টসমাউথের 'সিস্টার সিটি' ঘোষণা করেন। তিনি দ্বিপাক্ষিক অধিকতর সম্পর্কোন্নয়নে চিটাগাং চেম্বারের সাথে একটি সমঝোতা স্মারক চুক্তি সম্পাদন করার কথা জানান। চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রতিনিধি দলনেতা রাজা আলী, চেম্বার পরিচালক এস. এম. আবু তৈয়ব, প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলাপমেন্ট অথরিটির (বিডা) পরিচালক মোহাম্মদ ইয়াছিন, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর সিকান্দর খান, জাপানের অনারারি কনসু্যল জেনারেল মো. নুরুল ইসলাম, উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আবিদা মোস্তফা, চিটাগাং ক্লাব লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান মিয়া আবদুর রহিম, জেএফে (বাংলাদেশ) সিইও এ.কিউ.আই চৌধুরী, ওবিই, শান শাইন কলেজ'র প্রিন্সিপাল গাজী সাফিয়া রহমান ও লিটল জুয়েলস স্কুল প্রিন্সিপাল দিলরুবা আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<76245 and publish = 1 order by id desc limit 3' at line 1