শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উদ্যোক্তাদের ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন

নতুনধারা
  ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ৯ শতাংশ সুদে আরও ১৭ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। এ লক্ষ্যে ব্যাংক এশিয়ার সঙ্গে এসএসই ফাউন্ডেশনের চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার এসএমই ফাউন্ডেশনের সভা কক্ষে ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম এবং ব্যাংক এশিয়ার পক্ষে প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এ চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, দেশের ৬টি এসএমই ক্লাস্টার ও ক্লায়েন্টেল গ্রম্নপের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে বেসরকারি ব্যাংক এশিয়ার মাধ্যমে ১৭ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। গত ১০ বছরের ধারাবাহিকতায় এবারও এ ঋণের বিপরীতে সর্বোচ্চ শতকরা মাত্র ৯ ভাগ সুদ নিতে পারবে ব্যাংক।

চুক্তি অনুযায়ী, আগামী ৫ বছরে বগুড়ার শাঁওইল হ্যান্ডলুম ক্লাস্টারের উদ্যোক্তারা ঋণ পাবেন ৪ কোটি টাকা। নরসিংদীর মাধবদী টেক্সটাইল ক্লাস্টারের উদ্যোক্তারা ৩ কোটি টাকা, কুষ্টিয়ার কুমারখালী টেক্সটাইল ক্লাস্টারের উদ্যোক্তারা ২ কোটি, মুন্সিগঞ্জের গার্মেন্টস ক্লাস্টারের উদ্যোক্তারা ২ কোটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86395 and publish = 1 order by id desc limit 3' at line 1