মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সেচ মৌসুমে লোডশেডিংয়ের শঙ্কা নেই :বিদু্যৎ বিভাগ

নতুনধারা
  ২১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট

চাহিদার তুলনায় উৎপাদন ক্ষমতা বেশি থাকায় আসন্ন সেচ মৌসুমে লোডশেডিংয়ের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে বিদু্যৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদু্যৎ বিভাগ। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিদু্যৎ বিভাগ এ তথ্য জানায়।

'আসন্ন সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদু্যৎ সরবরাহের লক্ষ্যে বিদু্যৎ গ্রাহকদের প্রতি আহ্বান' শিরোনামে বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, বিগত ১১ বছরে বিদু্যৎ খাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে, যার সুফল জনগণ ভোগ করছে। এবারের সেচ মৌসুমে চাহিদার তুলনায় উৎপাদন ক্ষমতা বেশি থাকায় কোনো লোডশেডিংয়ের শঙ্কা নেই। তবে ময়মনসিংহ ও উত্তরাঞ্চলে বিদু্যৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বা বিদু্যৎ সঞ্চালন/বিতরণ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে লো ভোল্টেজের ফলে কখনো কখনো বিদু্যৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে।

আসন্ন সেচ মৌসুমে এরূপ পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে গ্রাহকদের সহযোগিতা কামনায় কিছু বিষয় মেনে চলার পরামর্শ দেয়া হয় বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, সেচ পাম্পে নিরবচ্ছিন্ন বিদু্যৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেচ পাম্প চালানো এবং দুর্ঘটনা এড়াতে হুকিং বা অবৈধ বিদু্যৎ সংযোগ থেকে বিরত থাকা।

নিম্নহারে বিদু্যৎ বিল সুবিধা প্রাপ্তির লক্ষ্যে দোকান, শপিংমল, পেট্রল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহারে বিরত থাকা। বেআইনিভাবে ইজিবাইক ও মোটরচালিত রিকশার ব্যাটারি চার্জিং থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বিদু্যৎ বিভাগ।

বিদু্যৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে ওয়েট অ্যান্ড ড্রাই পদ্ধতিতে সেচ কাজ সম্পাদন করার পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বোপরি বিদু্যৎ ব্যবহারে সাশ্রয়ী হউন। এতে আপনার লাভ তথা দেশের লাভ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<89425 and publish = 1 order by id desc limit 3' at line 1