শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডবিস্নউবিএএফের স্বীকৃতি পেল স্টার্ট আপ সমাধান

নতুনধারা
  ১৫ মার্চ ২০২০, ০০:০০

বাংলাদেশি স্টার্টআপ হিসেবে ওয়ার্ল্ড বিজনেস এঞ্জেল ইনভেস্টমেন্ট ফোরামের (ডবিস্নউবিএএফ) স্বীকৃতি লাভ করেছে সমাধান ডট কম। এর আগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে এঞ্জেল ইনভেস্টমেন্ট ফর স্টার্টআপ প্রোগ্রামে ডবিস্নউবিএএফের চেয়ারম্যান বাইবার্স আলতুনতাস বাংলাদেশের শতাধিক স্টার্টআপদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করেন। ওই সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে সমাধান ডট কম ডবিস্নউবিএএফএ আবেদন করার সুযোগ পায় এবং গত ১৬ ফেব্রম্নয়ারি থেকে ২২ ফেব্রম্নয়ারি ওয়ার্ল্ড বিজনেস এঞ্জেল ইনভেস্টমেন্ট ফোরাম (ডবিস্নউবিএএফ) কর্তৃক তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত ১৫০০টির অধিক স্টার্টআপ থেকে পর্যালোচনা ও বিচার বিশ্লেষণের মাধ্যমে ৪৩টি দেশের ৯৫টি স্টার্টআপকে ডবিস্নউবিএএফ ওয়ার্ল্ড কংগ্রেস ২০২০-এর জন্য সিলেকশন করে। এর মধ্যে বাংলাদেশি স্টার্টআপ হিসেবে একমাত্র সমাধান ডট কম উক্ত কংগ্রেসের স্থান লাভ করে। এক্সিবিশন চলাকালে বিভিন্ন দেশ থেকে আগত ইনভেস্টরেরা সমাধান ডট কম স্টল পরিদর্শন করেন ও তাদের সামনে বিজনেস আইডিয়াটি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। এর ফলে অনেক ইনভেস্টরদের কাছে সমাধান ডট কমের আইডিয়াটি ভালো লাগে এবং তারা কোম্পানিতে ইনভেস্ট করতে আগ্রহ প্রকাশ করেন। আইডিয়া পিচিং, এক্সিবিশন ও গেস্নাবাল ফান্ড রাইজিং ইভেন্টের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পর্তুগাল, কুয়েত, মালয়েশিয়া, সুদান, নাইজেরিয়া, মেক্সিকো, বাহরাইনসহ বিভিন্ন দেশের ভেঞ্চার ক্যাপিটাল সমাধান ডট কম-এ ইনভেস্ট করতে আগ্রহ প্রকাশ করে। এদের মধ্যে পর্তুগালের কোর এঞ্জেলস নেটওয়ার্কের ফাউন্ডার রুই ফ্যালকাও ও নাইজেরিয়ার আবুজা টেকনোলজি ভিলেজের সিইও হাউয়া ইয়াবানি পার্টনারশিপের মাধ্যমে সমাধান ডট কম-কে তাদের দেশে বিজনেস করার জন্য আহ্বান জানান এবং এর ফলে সমাধান ডট কম ইউরোপ ও আফ্রিকাতে ব্যবসা করার সুযোগ লাভ করে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাধান ডট কম-এর প্রধান নির্বাহী রাজু আহমেদ, প্রধান পরিচালন কর্মকর্তা মো. রায়হান সরকার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের ঊর্ধ্বতন সহকারী পরিচালক মো. আনোয়ার হাবিব কাজল প্রমুখ। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<92642 and publish = 1 order by id desc limit 3' at line 1