​কেশবপুরে সরিষা ক্ষেত থেকে ৩৭ মণ মধু সংগ্রহ

প্রকাশ | ২৩ ডিসেম্বর ২০২০, ১৯:৩১

তন্ময় মিত্র বাপী, কেশবপুর (যশোর) প্রতিনিধি

 

 

যশোরের কেশবপুরে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করা দেখে অভিভুত হলেন, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

 

উপজেলার শাহাপুর মাঠ জুড়ে মৌমাছির পরাগায়ণে সরিষার বাম্পার ফলনে বুধবার বিকেলে কৃষি বিভাগের উদ্যোগে সরিষা প্রদর্শনীর কৃষক মাঠ দিবসের আয়োজন করা হয়।

 

জেলা প্রশাসকসহ কৃষি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা শাহাপুর গ্রামের কৃষক আব্দুল মালেকের সরিষা ক্ষেতের পাশে স্থাপন করা মৌ বাক্স স্থাপন করা স্থান পরিদর্শন ও মধু সংগ্রহের দৃশ্য অবলোকন করেন।

 

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে সরিষা প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

 

বিশেষ অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, সৌমিত্র সরকার, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার ইমরান বিন ইসলাম, সরিষা চাষী আব্দুল মালেক ও শ্যাম সুন্দর মল্লিক।

 

মৌ বাক্স স্থাপন করা স্থান পরিদর্শনের সময় মৌ চাষী ওসমান আলী কর্মকর্তাদের উপস্থিতিতে বাক্স থেকে মধু সংগ্রহ করে দেখান। এ সময় তিনি বলেন, ২১৬টি মৌ বাক্স থেকে এ পর্যন্ত প্রথম দফায় ৮ মণ, দ্বিতীয় দফায় ১৫ মণ ও তৃতীয় দফায় ১৪ মণ মধু সংগ্রহের কথা জানান।

 

যাযাদি/এস