সাতক্ষীরায় আম গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষীরা

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২১, ১৮:৫২

সাতক্ষীরা প্রতিনিধি

গত বছর সাতক্ষীরায় আগাম জাতের আমের ফলন কম হওয়ায় এবছর আগের ভাগে আম গাছ পরিচর্যায় মাঠে নেমেছে আম চাষিরা। বুধবার শহরে বাগানবাড়ি এলাকায় আম গাছে ওষুধ ছিটাতে দেখা গেছে চাষীদের।

 

তারা জানান, আমে মুকুল আসার সময় আগত। এসময় মুকুলে অনেক ধরণের পোকা মাকড় বসে মুকুল নষ্ট করে দেয়। তাই ওষুধ ছিটালে আম গাছে মুকুল ধরে বেশি। সাতক্ষীরার আমের সুনাম রয়েছে দেশ-বিদেশে। ইউরোপ, ডেনমার্ক, ইতালি, সুইডেনসহ বিভিন্ন দেশে সাতক্ষীরার আম রপ্তানি হয়। তবে করোনা ভাইরাসের কারণে গত বছর বছর বিদেশে আম রপ্তানির করতে পারিনি কৃষি বিভাগ। এবছর আম রপ্তানির আশা করছেন তারা।

 

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, জেলায় আমচাষীর সংখ্যা ১৩ হাজার ১০০ জন। জেলায় চলতি মৌসুমে পাঁচ হাজার ২৯৯টি বাগানে চার হাজারের কিছু ৩শ হেক্টর জমিতে আমের চাষ হবে। জেলায় গত মৌসুমে প্রায় ৩৫ হাজার মেট্রিকটন আম উৎপাদিত হয়ে ছিল ।

 

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ির) উপ পরিচালক নুরুল ইসলাম জানান, জেলার আমের যথেষ্ট সুনাম রয়েছে। এ সুনাম ধরে রাখতে কাজ করে যাচ্ছে জেলা কৃষি বিভাগ। তারা চাষীদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে।

 

জনস্বাস্থ্যের উন্নয়নে পুষ্টির অভাব মেটানো, কর্মসংস্থান তথা দেশের আর্থসামাজিক উন্নয়নে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বাজারজাতকরণ এবং গুদামজাত করে দীর্ঘমেয়াদি বিপণন প্রক্রিয়া গ্রহণ, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি ব্যাংক, অর্থলগ্নী প্রতিষ্ঠানসহ শিল্পোউদ্যোক্তারা এগিয়ে দেশে এলে আম শিল্পের বিকাশ ঘটবে দাবী সংশ্লিষ্টদের।

 

যাযাদি/ এমডি