শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কসবায় রাইস ট্রান্স প্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ১৪ জানুয়ারি ২০২১, ১৯:১০

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রাইস ট্রান্স প্লান্টারের মাধ্যমে বোরো হাইব্রিড ধান সূবর্ণ-৩- এর চারা রোপনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে এর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবন।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ-উল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, বিনাউটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার আনোয়ার হোসাইন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে ৫০ একর জমিতে বোরো হাইব্রিড ধান সূবর্ণ-৩- এর চারা রোপনের ব্লক প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে