বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মান্দায় পলিথিন দিয়ে বীজতলা রক্ষার চেষ্টা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  ২০ জানুয়ারি ২০২১, ২১:২১

নওগাঁর মান্দায় অনেক চাষি সাদা পলিথিন দিয়ে ঢেকে কুয়াশা থেকে বীজতলা রক্ষার চেষ্টা করছেন। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। প্রচন্ড ঠান্ডায় বোরোর অনেক বীজতলা ইতোমধ্যে হলুদ হয়ে গেছে।

এ উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা জানান, তারা বীজতলা তৈরি করেছেন প্রায় মাস খানেক আগে। কয়েকদিনের ঘনকুয়াশায় বীজতলাগুলো হলুদ বর্ণ ধারণ করেছে। এভাবে কিছু দিন চললে পুরো বীজতলাই নষ্ট হয়ে যাবে।

তারা আরও জানান যে, শৈত্যপ্রবাহের আগে বীজতলায় বীজ ছিটিয়েছেন। চারা গজিয়ে ওঠার সঙ্গে সঙ্গে ঘনকুয়াশার কবলে পড়ে বীজতলা। টানা এক সপ্তাহের বেশি শৈত্যপ্রবাহ হলে বীজতলার ক্ষতি হয়। রাতের কুয়াশার পর দিনে সূর্য তাপ ছড়ানোয় বীজতলার তেমন ক্ষতি হবে না বলে জানান উপজেলা কৃষি অফিসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

মান্দা উপজেলা কৃষি অফিসার শায়লা শারমিন জানান, এবারের শৈত্যপ্রবাহের স্থায়িত্ব কম হওয়ায় তেমন ক্ষতি হয়নি। বর্তমানে রাতে কুয়াশা থাকলেও দিনে সূর্য তাপ ছড়াচ্ছে। কোনো কোনো বীজতলা হলুদ হলেও তা সেরে উঠবে। এরপরেও কেউ কেউ পলিথিন দিয়ে ঢেকে বীজতলা রক্ষার চেষ্টা চালাচ্ছেন। এতে প্রান্তিক পর্যায়ের কৃষকদের টেনশনের কিছু নেই।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে