ধুনটে ব্র্যাকের লাল পাকরি বীজ আলুর মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৪

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের লাল পাকরি বীজ আলুর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১ ফেব্রুয়ারী) বিকেলে কালেরপাড়া ইউনিয়নের আনারপুর পশ্চিমপাড়া এলাকার কৃষক ফরহাদ হোসেনের ফসলী মাঠে উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

 

মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক সিডের বগুড়া রেজোনাল সেলস্ ম্যানেজার কৃষিবিদ মোঃ সেলিম-উর রহমান।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্রাক সিডের টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত উচ্চ ফলনশীল বীজ আলু চাষাবাদ করে অনেক কৃষকই লাভবান হচ্ছেন। এই জাতের বীজ আলু রোগবালাই সহনশীল ও ভাইরাস মুক্ত। তাই ব্র্যাকের এই বীজ আলু চাষাবাদ করলে কৃষকেরা অনেক লাভবান হতে পারবেন।

 

মাঠবিদস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড ধুনট অঞ্চলের টেরিটরি ম্যানেজার মোঃ মাহাবুব আলম ও টিএ (পিডিএস) সুজন পাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

যাযাদি/এস