শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভালুকায় বোরো ধানে চিটা : কৃষকের হাহাকার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৮ এপ্রিল ২০২১, ১৭:৩১

ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন গ্রামে বোরো ধানে ব্যাপক আকারে চিটা হয়ে ধান মরে সাদা হয়ে যাওয়ায় কৃকদের মাঝে হাহাকার দেখা দিয়েছে।

বুধবার(৭ এপ্রিল) উপজেলার ধীতপুর ইউনিয়নের টুংরাপাড়া গ্রামে গেলে কৃষক সাইদুল সরকার জানায় তার দেড় একর জমির বোরো ধান সম্পুর্ণ চিটা হয়ে গেছে । তিনি এক ছটাক ধানও ঘরে তুলতে পারবেননা। কৃষক দুলাল মিয়ার ১০ কাঠা, নজরুল ইসলামের ১২ কাঠা, রফিকুল ইসলামের ১০ কাঠা, জবান মাষ্টারের ৪ কাঠা, জিগিদ মিয়ার ১০ কাঠা, কাজল সরকারের দেড় একর, আতাব সরকারের ১ একর, ইসমাইলের ৫ কাঠা, আমির হোসেনের ৫ কাঠা, মাহা মিয়ার ৫ কাঠা, সারোয়ার আলমের ৮ কাঠা,এমদাদুলের ৮ কাঠা, সুরুজ মিয়ার দেড় একর, মনু মিয়ার ১৩ কাঠা, আফতাব উদ্দীনের ১০ কাঠা, রাসেল মিয়ার ৫ কাঠা. আলামীনের ১২ কাঠা সহ এলাকার সকল কৃষকের ধান চিটা হয়ে সাদা হয়ে যাচ্ছে। টুংরাপাড়া ওয়ার্ডের সাবেক মেম্বার সারোয়ার আলম জানান তার নিজের ৮ কাঠা জমি সহ এলাকার এমন কোন কৃষক নেই যে এক ছটাক ধান ঘরে নিতে পারবেন।

এ ব্যাপারে উপ সহকারী উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা এনামুল হক জানান, গত ৪ এপ্রিল সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া গরম বাতাসের কারনে সব এলাকাতেই বোরো ধানের কিছুটা ক্ষতি সাধন হয়েছে যা এলাকা হতে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন আকারে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে