শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সালথায় তাণ্ডব : ফসল রক্ষায় মাঠে নেমেছে নারীরা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
  ১৫ এপ্রিল ২০২১, ২০:০৭

ফরিদপুরের সালথায় তাণ্ডবের ঘটনায় একাধিক মামলা হওয়ার পর গ্রেপ্তারের ভয়ে কয়েকটি এলাকা কৃষকশূন্য হয়ে যায়। এতে সোনালি আঁশ পাটক্ষেত রক্ষায় কয়েকটি গ্রামের নারীরা মাঠে নেমেছেন। নারীদের সকাল থেকে দুপুর পর্যন্ত পাটক্ষেত পরিচর্যা করতে দেখা গেছে। তাণ্ডবের ঘটনায় উপজেলার সোনাপুর, ভাওয়াল ও রামকান্তপুর ইউনিয়নের কয়েকটি এলাকাকে সরাসরি জড়িত বলে চিহ্নিত করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব এলাকার কয়েকটি ফসলি জমির মাঠ ঘুরে দেখা যায়, এলাকার গৃহস্থ ও কৃষকরা গ্রেপ্তারের ভয়ে পলাতক থাকায় পাটক্ষেত পরিচর্যায় মাঠে নেমেছে অনেক নারী।

পাটক্ষেত পরিচর্যায় ব্যস্ত কয়েক নারী বলেন, গত ৫ এপ্রিল সালথার তাণ্ডবের ঘটনায় অনেক মামলা হয়েছে। এসব মামলায় এজহারভুক্ত ২৬১ জন ছাড়াও অজ্ঞাত আরও ৩-৪ হাজার আসামি করা হয়েছে। ফলে যে কাউকেই পুলিশ গ্রেপ্তার করার সুযোগ রয়েছে বলেই আতঙ্কে সবাই পলাতক রয়েছে। তাই এসব এলাকা কৃষকশূন্য হয়ে পড়ে। কৃষকের অভাবে আমাদের প্রধান ফসল পাটক্ষেত পরিচর্যার কাজ ঠিক সময় না করতে পেরে পাটের ছোট ছোট চারাগুলো নষ্ট হতে শুরু করে। এই কারণে বাধ্য হয়েই ক্ষেতে নেমে কাজ করতে হচ্ছে নারীদের।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে