বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কৃষকের পাকা ধান কেটে দিল গাজীপুর মহানগর যুবলীগ নেতাকর্মীরা

গাজীপুর প্রতিনিধি
  ২৪ এপ্রিল ২০২১, ১৮:০০

গাজীপুরে ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইস মহামারীতে লকডাউনে ধানকাটা শ্রমিকের অভাব দেখা দিয়েছে গাজীপুরে। ধান পেকে গেলেও শ্রমিকের অভাবে কাটতে পারছিলেন না অনেক কৃষক। এমতাবস্থায় কৃষকের ফসল কেটে ঘরে তুলে দেয়ার উদ্যোগ নিয়েছে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল।

সরেজমিনে দেখা গেছে, শনিবার দুপুরে প্রচন্ড রোদের মধ্যেও দিনব্যাপী মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল তার নেতাকর্মীদের নিয়ে মহানগরীর ২১নং ওয়ার্ডে মিরেরগাঁও এলাকায় আব্দুর রহিম নামের এক কৃষকের পাকা ধান কেটে কেঁটে দেন। প্রায় দুই বিঘা জমির ধান কাটার পর তারা মাথায় তুলে নিয়ে কৃষকের ওঠোনে ধান মাড়িয়ে দেন তারা।

এ সযময় কামরুল আহসান সরকার রাসেল জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে করোনা ভাইরাসে লকডাউনের মধ্যে দুর্যোগকালীন সময়ে কৃষকের পাশে দাঁড়িয়েছি। মহানগরের কৃষকদের যাদের প্রয়োজন হবে তালিকা তৈরি করে অগ্রাধিকার ভিত্তিতে তাদের ধান কেঁটে দেয়া হবে।

কৃষক রহিম জানান, শ্রমিক সংকটে মহানগর যুবলীগ নেতা-কর্মীরা লুঙ্গী-গেঞ্জি পড়ে যেভাবে আমার কেঁটে দিয়েছেন তাতে তারা ধান কাটা শ্রমিকদেরও হার মানিয়েছেন। আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে নিরলসভাবে তারা অল্প সময়ে আমার প্রায় দুই বিঘা জমির ধান কেটে মাড়িয়ে দিয়েছেন। আমি খুবই খুশি হয়েছি। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। এভাবে দলের নেতা-কর্মীরা যদি প্রধানমন্ত্রীর নির্দেশ মান্য করে দেশ ও দশের জন্য কাজ করে তবে এ দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে শীঘ্রই।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে