​ধুনটে ব্রাক হাইব্রিড-১৫ জাতের ধানের বাম্পার ফলন

প্রকাশ | ০৪ মে ২০২১, ১৯:৩৪

ধুনট (বগুড়া) প্রতিনিধি

 

বগুড়ার ধুনট উপজেলায় ব্র্র্যাক সিডের ব্র্র্যাক হাইব্রিড-১৫ জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। এই জাতের ধান চাষ করে সাফল্য পেয়েছে এই অঞ্চলের চাষিরা। এই জাতের ধান চাষ করে প্রতি একরে ১১৫ থেকে ১২০ মন ধান পেয়েছেন চাষিরা। এই ধারাবাহিকতা বজায় রাখতে করোনাকালে কৃষিতে উদ্বুদ্ধ করতে ধান কর্তন সহায়তা কর্মসূচি অব্যাহত রেখেছে ব্র্যাক সিড। 

 

মঙ্গলবার সকাল ১১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামের কৃষক বেলায়েত আলীর ৭০ শতক জমির ধান কর্তনের মধ্যদিয়ে ব্র্র্যাকের ধান কর্তন সহায়তা কর্মসূচি পালন করা হয়।

 

কর্মসূচিতে অংশ নেন, ব্র্র্যাক সিডের বগুড়ার আঞ্চলিক ম্যানেজার কৃষিবিদ মো: সেলিম-উর রহমান, ব্র্র্যাকের ধুনট টেরিটরি ম্যানেজার মো: মাহাবুব আলম, শেরপুর টেরিটরি ম্যানেজার রুহুল আমিন, সিনিয়র মনিটরিং অফিসার সানোয়ারা খাতুন, পিডিএস টিএ সুজন কুমার পাল, ব্র্র্যাক সিডের ডিলার আসাদুল হক, রিটেলার জাহাঙ্গীর আলম সহ কৃষকগণও গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

যাযাদি/এস