হরিরামপুরে বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস ও শস্য কর্তন

প্রকাশ | ২৯ মে ২০২১, ১৮:১৮

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফলিত গবেষণা বিভাগের আয়োজনে এবং হরিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বোরো মৌসুমে ব্রি ধান ৮৯ ও ৯২ জাতসমূহের প্রদর্শনীর মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৯ মে) দুপুরে উপজেলার হারুকান্দি ইউনিয়নের কুইস্তারা গ্রামে পিপুলিয়া ব্লক এ মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক বশির আহম্মদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল গফফার।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.মোঃ শাহজাহান কবীর (ব্রি.গাজীপুর), মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ফলিত গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মো. হুমায়ুন কবীর।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামছুন্নাহার। এছাড়া  উপজেলা কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ প্রায় তিন শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে কুইস্তারা গ্রামের কৃষক নুরুল ইসলাম ও ইয়াকুব আলীর প্রদর্শনী প্লটের ব্রি ৮৯ এবং ৯২ ধান আগত চাষীদের দেখানো হয় এবং প্রদর্শনী প্লটের ধান নমুনা কর্তন করে ঝাড়াই-মাড়াই শেষে হেক্টর প্রতি (৯২) জাতের ৭দশমিক ৫১মেট্রিক টন ও  (৮৯) জাতের ৮ দশমিক ৮৪ মেট্রিক টন ফলন রেকর্ড করা হয়।

 

যাযাদি/ এস