প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তরুণদের এগিয়ে যেতে হবে: কৃষিমন্ত্রী

প্রকাশ | ২৯ মে ২০২১, ২০:৩৮

যাযাদি ডেস্ক

 

 

 

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে দেশের শিক্ষিত তরুণরা নিজের ওপর নিরর্ভশীল হতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এতে করে দেশের বেকার সমস্যা অনেকটাই দূর হবে। চাকরির পিছনে তাদের ছুটটে হবে না। প্রশিক্ষণ গ্রহণ করে নিজেরাই কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবে। পরবর্তীতে তারা অন্য শিক্ষিত তরুরদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে। এতে করে দেশের অর্থনীতির পরিবর্তন হবে।

 

কৃষিমন্ত্রী শনিবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দির রেজিয়া কলেজের কম্পিউটার ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এতে করে দেশ ক্রমেই এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। দেশের মানুষ ভালো থাকবে। এটাই আমরা সব সময় কামনা করি।’

 

মুশুদ্দি রেজিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেশব চন্দ্র দাসের সভপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হিরা, উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীন, মধুপুর সহকারী পুলিশ সুপার শাহীনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ প্রমুখ।

 

যাযাদি/এসআই