শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হরিপুর উপজেলায় আগাম শীতকালীন শাক-সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

কবিরুল ইসলাম কবির, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪০

আগাম শীতকালীন শাক-সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। মাঠে-মাঠে এখন শীতকালীন নানা ধরনের শাক, ফুলকপি, বাঁধাকপি, মুলা, লাউ, সীমসহ নানা সবজি দৃশ্যমান।

আগাম শীতকালীন শাক সবজি চাষ করে কৃষক লাভবান হয়ে থাকে। পরে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে গেলে তখন পানি দরে বিক্রি করতে হয় কৃষকদের। এ কারণে ঠাকুরাগাঁও জেলার হরিপুর উপজেলায় কৃষকেরা আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্তসময় পার করছেন।

উপজেলার কারিগাঁও গ্রামের মৃত সমসের আলীর ছেলে সাহমদ্দীন বলেন,শীতকালীন সবজি মুলা এক বিঘা জমিতে চাষ করেছি৷আশা করছি দশ থেকে বার দিনের মধ্যে মুলা বাজার জাত করতে পরবো৷আগাম সবজির দামও ভালো পাওয়া যায়৷জামুন(মশালডাঙ্গী) গ্রামের কৃষক খাইরুল আলম বলেন,শীতকালীন সবজি ফুলকপি আমি প্রতি বছরে ৩ থেকে ৪ বিঘা আবাদ করি৷কিন্তু এবছরে অর্থিক সংকটের কারণে আমি আড়াই বিঘা জমিতে ফুলকপি চাষ করেছি৷আশা করি দাম যদি বেশি থাকে আমি অর্থিকভাবে লাভবান হবো৷

উপজেলা কৃষি কর্মকতা রুবেল হুসেন বলেন,এবারে রবি মৌসুমে হরিপুর উপজেলা তে শীতকালীন সবজি তারগেট ৮৫০ হেক্টোর জমিতে আগাম কিছু সবজি ইতিমধ্যে চাষাবাদ শুরু হয়েছে ৷এখন পর্যন্ত ২৫০ হেক্টর জমিতে আগাম সবজি চাষ শুরু হয়েছে৷ যাযা আগাম সবজি চাষ করেছে৷তারা ভালোই লাভবান হচ্ছে কারণ এখন সবজির পরিমাণ বাজারে কম হওয়ার কারণে যারা আগাম সবজি উৎপাদন করেছে৷ তারা বেশি দামে বিক্রি করতে পারছে বলে কৃষক খুশি৷ করোনা কালীন যে আমরা ওভারকাম করতে পারছি৷ পরিবহনের এখন পর্যন্ত কোনো সংকট নেই৷ পরিবহনের কোন সমস্যা না থাকা৷ কৃষক তাদের উৎপাদিত ফলন হরিপুরের বাইরে নিয়ে যেতে পারছে৷

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে