শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বনাথ প্রাণী সম্পদ দপ্তরে ছাগল প্রদর্শনী

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
  ০৬ জানুয়ারি ২০২২, ২১:০৯

সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যপী প্রাণীসম্পদ দপ্তর প্রাঙ্গনে এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। প্রদর্শনী মেলায় শ্রেষ্ঠ পাঠা পালনকারী মো: জাহাঙ্গীর আলম ও শ্রেষ্ঠ ছাগী পালনকারী মো: খলিল আহমদকে পুরস্কার প্রদান করা হয় এবং অন্যান্য ছাগী পালণকারি খামারিদেরকে একটি করে পানির পাত্র ও চার কেজি দানাদার খাবার বিতরণ করা হয়। মেলায় ২৭টি স্টলের ১৮টি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ও ৯টিতে তোতা পুরি, যমুনাপারি, বয়ার ও বুটানি জাতের ছাগল পর্দশনী অনুষ্টিত হয়। এরআগে বেলা ১২টায় উপজেলা প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয়ে মেলাস্থলে এসে শেষ হয়।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস শহিদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা আবুল বাশার জুয়েল ও ভিএস ডা. শামীমা সুলতানার পরিচালনা প্রধান অতিথি বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. অমলেন্দু ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রুস্তুম আলী, বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহান।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে