বাহুবলী জাতের টমেটো চাষে সাফল্য শিবচরে কৃষক লুৎফর

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২২, ১১:১১

শিবচর (মাদারীপুর) প্রতনিধি

মাদারীপুর শিবচরে হাইব্রিড বাহুবলী জাতের টমেটো চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষক উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি হাইব্রীড বাহুবলী জাতের টমেটো চাষে সাফল্য হয়েছেন স্থানীয় কৃষক মো. লুৎফর রহমান তিনি জানান, অন্যান্য ফসলের তুলনায় জাতের টমেটো উৎপাদনে কম খরচ করে দ্বিগুণ ফসল উৎপাদন হয়েছে

 

প্রসঙ্গে কৃষক মো. লুৎফর রহমান বলেন, আমি বছর দেড় একর জমিতে আগাম জাতের বাহুবলী টমেটো বীজ রোপন করেছি দেড় একর জমিতে টমেটো রোপনে সার কীট নাশকসহ মোট খরচ হয়েছে ৮০ হাজার টাকা পাইকারি বাজারে ২৮শ থেকে শুরু করে এখন ৮শ টাকার পর্যন্ত বিক্রি করছি পর্যন্ত আমার দেড় লক্ষ টাকা লাভ হয়েছে এবং সামনে আরো বিক্রি করতে পারব

 

তিনি আরো জানান, আশা করছি আগামীতে আমি আরো বেশি জমিতে বাহুবলী টমেটো চাষ করবো টমেটো ক্ষেতে সার ঔষধ বেশি প্রায়োজন হয় না পোকা দমনের জন্য উপজেলার কৃষি অফিস থেকে  সেক্স ফেরোমন ট্রাপ ইয়োলো ট্রাপ সহ সকল ধরনের পরামর্শ পেয়েছি এতে আমাদের ক্ষেতে অনেক উপকার হচ্ছে এবং তাদের পরামর্শ পেয়ে টমেটো চাষে আমি সাবলম্বী

 

ওই এলাকার সাধারণ কৃষক মো. মিন্টু জানান, তাদের এলাকায় বারি হাইব্রিড জাতের টমেটো চাষ করে কহিনুরের লাভবানের কথা শুনেছি আমি আশাকরি আগামীতে জাতের টমেটো চাষ করবো

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার এবার ৪০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে গত বছর টমেটো চাষ হয়েছিল ৩৫ হেক্টর জমিতে টমেটোর পাশাপাশি স্থানীয় চাষিরা ফুলকপি, বাঁধাকপি, শিম, তরমুজসহ নানা ধরনের সবজিও চাষ করেছেন

 

সন্যাসীরচর ইউনিয়নের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতীম হীরা যায়যায়দিনকে বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায় স্যারের নির্দেশে আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি গত বছর কৃষক লুৎফর রহমান পরীক্ষামূলকভাবে বাহুবলী হাইব্রিড টমেটো চাষ করেন আর পরীক্ষামূলক সফলতা পেয়ে এবছর তিনি দেড় একর জমিতে  জাতের টমেটো চাষ করেন তাকে দেখাদেখি অনেক নতুন নতুন অনেক কৃষক বাহুবলী হাইব্রিড টমেটো চাষ করার জন্য আগ্রহী হচ্ছেন

 

তিনি আরো জানান, আগামীতে আরো বেশি জমিতে অনেক কৃষক যাতে জাতের টমেটো চাষ করতে পারে সেজন্য আমরা তাদের সব ধরনের সহযোগিতা করবো

 

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায় যায়যায়দিনকে বলেন, টমেটো চাষে কৃষি বিভাগ থেকে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হয়েছে এছাড়া দেওয়া হয়েছে প্রনোদনাও টমেটোর রোগ বালাই থেকে মুক্তির জন্য মাঠ পর্যায়ে আমরা খোঁজ খবর রাখছি বাহুবলী জাতের টমোটো চাষে ভালো ফলন ভালো দাম পাওয়ায় আগামীতে বাহুবলী টমেটোর আবাদ আরো বাড়বে বলে আশা করা হচ্ছে

 

যাযাদি/এসএইচ