কুতুবদিয়ায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি ক্ষতির মুখে লবণ চাষী

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৩

শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

 

 

কক্সবাজারের কুতুবদিয়াতে একদিকে শৈত্যপ্রবাহ আকাশ কুয়াশাচ্ছন্ন আবার অন্যদিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে লন্ড-ভন্ড হয়ে গেছে লবণের মাঠ এতে মারাত্মক ক্ষতিগ্রস্থ প্রান্তিক চাষীরা

 

স্থানীয় লবণচাষীদের সাথে কথা বলে জানা যায় ,কুয়াশাচ্ছন্ন এবং আবহাওয়ার কারণে বাংলা বছরের অগ্রাহায়ন মাস থেকে পর্যন্ত লবণ উৎপাদন হয়েছে প্রতি কানি প্রায় ৭০/৮০ মণ জমি লাগিয়াত বাবদ,পানি সেচ পলিথিন সহ প্রায় লাখ টাকা করে খরচ পড়ে কানি প্রতি বর্তমানে মাঠের লবণ প্রতিমণ ৩০০ টাকা বিক্রি হচ্ছে

 

বড়ঘোপ স্টিমারঘাটে চাষী রফিক,লেমশীখালীর চাষী হাসেম জানান, শৈত্যপ্রবাহ আকাশ কুয়াশাচ্ছন্ন অন্যদিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি কারণে উৎপাদন বন্ধ রয়েছে অবস্থায় লবণের দাম কমে গেলে প্রতি বছরের মত এবছরও ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে বলে মনে করেন তারা

 

 

বাংলাদেশ ক্ষুদ্র কুঠির শিল্প (বিসিক) লেমশীখালী লবণ প্রদর্শনীর পরিদর্শক জাকের হোছাইন বলেন,কুতুবদিয়া উপজেলায়

চলতি মৌসুমে প্রায় হাজার একর জমিতে লবণ চাষ শুরু হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে বৈরী আবহাওয়ার কারণে লবন চাষে বাধাপ্রাপ্ত হচ্ছে তবে, ক্ষয়-ক্ষতি লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রায় তেমন প্রভাব ফেলবে না বলেও জানান তিনি

 

যাযাদি/এস