রেকর্ডীয় খাল বন্ধ করায় রাজাপুরে তিনশ বিঘা জমি অনাবাদি থাকার শঙ্কা

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২২, ১৯:৫৯

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে একশ বছরের পুরানো রেকর্ডীয় খালের মুখ বন্ধ করায় তিনশ বিঘা জমির আবাদ নিয়ে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা উপজেলার বাদুরতলা পেদাবাড়ি সংলগ্ন সাদাই খালে ঘটনা

 

স্থানীয় খলিলর রহমান, আব্দুস সত্তার, রানী বেগম জানান, ‘সদাইনামে পরিচিত খালটি বিষখালী নদী থেকে জাঙ্গালিয়া নদীতে যাওয়া যেতে একশ বছরের রেকর্ডীয় এই পুরানো খালটির জাঙ্গালিয়ার মাথা অনেক আগেই আস্তে আস্তে ভরাট হয়ে মরে যায় সম্প্রতি বিষখালী নদীর পাড় দিয়ে সদাই খালের ওপর দিয়ে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণ করেন ঠিকাদার বেড়িবাঁধের ফলে কালভার্টসহ কালভার্টের নিচে পানি যাওয়া আসার পথও পরিকল্পিতভাবে বন্ধ করে দেয় ঠিকাদার সবুর ফকির এই খালের সঙ্গে প্রায় তিনশ বিঘা জমির ভাগ্য জড়িয়ে রয়েছে হঠাৎ খালের মুখ বন্ধ করায় জেলেদের নৌকা ভিতরে বাইরে আটকা পড়ে আছে

 

তাছাড়া এলাকায় গভীর নলকূপ না থাকায় বাসাবাড়ির রান্না, গোসল, হাঁড়িপাতিল ধোয়ার কাজে এই খালের পানি ব্যবহার হতো এমনকি স্থানীয়রা খালের পানি ফুটিয়ে পান করতেন এই খালের পানি উঠে ফসলি জমিতে প্রবেশ করলে কৃষকরা চাষাবাদ করে ধান ফলায় এছাড়াও শুকনো মৌসুমে শীতকালীন ফসলের ক্ষেতে খালের পানি ব্যবহার করে থাকেন এখন খালের মুখ বন্ধ করায় সকল জমি অনাবাদি হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে স্থানীয় কৃষকরা এমনকি বর্ষা মৌসুমে ওই খালে পানি আটকা পড়েও জলাবদ্ধতা সৃষ্টি হবে বলেও তারা ধারণা করছেন আবার ওই পানি পচে বিভিন্ন পানিবাহী রোগ ছড়াবে বলে স্থানীয়দের দাবি

 

ব্যাপারে এই কাজের ঠিকাদার স্থানীয় জনপ্রতিনিধি মো. সবুর ফকির জানান, রেকর্ডীয় খাল বন্ধ করে রাখার কোনো সুযোগ নেই স্থানীয় এক লোক একটি পুকুর খনন করবে বলে খালের মুখ বন্ধ করা হয়েছে খবর পেয়ে আমি সোমবার ঘটনাস্থলে গিয়ে খালের মুখ খোলার ব্যবস্থা করে আসছি এরপরেও না খুল থাকলে বিষটি আমি দেখছি

 

ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, ঠিকাদারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে

 

যাযাদি/এস