​​​​​​​নাসিরনগরে তলিয়ে গেছে হাওরের জমি, দুঃচিন্তায় কৃষকরা

প্রকাশ | ২০ এপ্রিল ২০২২, ২১:০২

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

 

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উজান থেকে নেমে আসা পানির তোড়ে নদীর পানির বৃদ্ধি পাওয়ায় উপজেলার হাওর অঞ্চলের আধাপাকা ধান পানির নিচে তলিয়ে গেছে

 

বিশেষ করে উপজেলার মেদির হাওর, আকাশি হাওর, ধইল্যা বিল, তিতাজুরি বিল, আটাউরি বিল, খাসারচর বিলের জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বেশী এতে করে একমাত্র ফসল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে কয়েক হাজার কৃষক

 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার  মেঘনা, বলভদ্র লঙ্গন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গত তিন দিন ধরে উপজেলার হাওরপাড়ের নিম্নাঞ্চলের জমি পানিতে তলিয়ে গেছে

 

বিশেষ করে উপজেলার মেদির হাওর, আকাশি হাওর, ধইল্যা বিল, তিতাজুরি বিল, আটাউরি বিল, খাসারচর বিলের জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বেশী পানি বাড়তে থাকায় কৃষকরা তাদের জমির আধা-পাকা ধান কেটে  নিয়ে যাওয়ার চেষ্টা করছেন

 

উপজেলার টেকানগর  গ্রামের কৃষক আবদুল কাইয়ুম বলেন, হাওরে থাকা আমার সব জমির ধান পানির নিচে তিনি বলেন, তার ৫০ কানি (৩০ শতাংশে এক কানি) জমির ধান পানির নিচে তলিয়ে গেছে

 

উপজেলার মাছমা গ্রামের লাভলু মিয়া বলেন, পানির নীচে ডুব দিয়ে ধান কাটার চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে কেউ  আমাদের খোঁজ নেয়নি

 

উপজেলা কৃষি অফিসার মোঃ আবু সাঈদ তারেক বলেন, উপজেলার  মেঘনা, বলভদ্র লঙ্গন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গত তিন দিন ধরে উপজেলার হাওরের নিচু জমি পানিতে তলিয়ে গেছে তিনি বলেন, কৃষকরা কষ্ট করে জমির আধাপাকা ধান কেটে নিয়ে যাচ্ছেন তিনি বলেন, গত তিনদিনে উপজেলার ১৫০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে

 

তিনি বলেন, আমরা ক্ষতিগ্রস্ত আড়াই হাজার কৃষকের তালিকা করেছি তাদেরকে ২৫ কেজি করে চাল দেয়া হবে

 

ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মেহেদী হাসান খান শাওন  বলেন, উজান থেকে নেমে আসা পানি বাড়তে থাকায় হাওরে পানি বেড়েছে অনেক স্থানে ধানি জমি পানিতে তলিয়ে গেছে তিনি বলেন, আমরা ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করছি তাদেরকে সহায়তা করা হবে

 

যাযাদি/এস