চরফ্যাশনে আখের বাম্পার ফলন, দামে খুশি চাষী 

প্রকাশ | ২২ জুলাই ২০২২, ১৮:১৩

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

এবছর চরফ্যাশনে রোগ বালাই পোকার আক্রমণ ছাড়াই আখের বাম্পার ফলন হয়েছে। আখের বাজার ভালো থাকায়, বেশি দামে বিক্রি করতে পেরে খুশি কৃষকরা

 

কৃষি অফিস থেকে জানা যায়, মাটি আবহাওয়া অনুকূলে থাকার কারণে ফলন ভালো হয়েছে এবং কৃষকরাও তাই মনে করছেন। সরেজমিনে জিন্নাগর ইউনিয়নের গিয়ে দেখা যায়, কৃষকের বিস্তীর্ণ ফসলের ক্ষেতে আখের সমারোহ। আখ কাটা, সংগ্রহ আর বিক্রি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। তবে পাইকারি বাজারে আখের দাম একটু কম হলেও খুচরা বাজারে আখের দাম অনেক বেশি

 

কৃষক আজাদ হোসেন জানান, প্রায় পাঁচ থেকে দশ বছর ধরে আখ চাষ করে আসছেন। এবছর প্রায় ৬০ শতাংশ জমিতে আখ চাষ করেছেন। আখের আবাদ অনেক ভালো হয়েছে। উৎপাদন খরচ পুষিয়ে দ্বিগুন লাভ হবে বলে আশা করছেন কৃষক আজাদ। বিগত বছরের তুলনায় এবছর আখের বাজার অনেক ভালো

 

চরফ্যাশনের আখ চাষীরা বলেন, ফলন ভালো হওয়ায় আখ আবাদে কৃষকদের অনেক আগ্রহ বেড়ে গেছে। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ অনেক বেশি হয়েছে। তাই আখ চাষিরা অনেক খুশি

 

যাযাদি/এস