রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালকের নীলফামারী কৃষির কার্যক্রম পরিদর্শন
প্রকাশ | ১০ মে ২০২৩, ২১:৪১
কৃষি বিভাগের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আফতাব হোসেন বুধবার দিনব্যাপী নীলফামারী সদর উপজেলা কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, উদ্বুদ্ধকরণের মাধ্যমে গ্রীষ্মকালীন তরমুজ এর প্রদর্শনী, তৃপ্তি জাতের হলুদ তরমুজ, বঙ্গবন্ধু ধান ১০০ এর নমুনা শস্য কর্তন, কৃষকের সংরক্ষিত বীজ পরিদর্শন, কৃষক পর্যায়ে বারি ১৪ জাতের সরিষার বীজ সংরক্ষণ, রাডারডিপি কৃষক গ্রুপের সাথে মত বিনিময়, গুটি আম বাগান, পারিবারিক পুষ্টি বাগান, রঙ্গিন ঢেঁড়স এর মাঠ পরিদর্শন, আশ্রয়নে সবজি চাষ, কেঁচো সার উৎপাদন কার্যক্রমের উদ্বোধন, উদ্বুদ্ধকরণের মাধ্যমে বিপুল প্লাস জাতের নাবী টমেটো প্রদর্শনী, কৃষক প্রশিক্ষণে সেশন পরিচালনা এবং চারা বিতরণ, কম্বাইন হারভেস্টার এর মাধ্যমে ধান কর্তন, রামগঞ্জ ব্লকে বঙ্গবন্ধু ধান ১০০ এর মাঠ দিবসে অংশগ্রহণ করে।
এছাড়া গ্রীষ্মকালীন তরমুজ, রঙ্গিন ঢেঁড়স ও বিপুল প্লাস জাতের নাবী টমেটোর চাষ এবারেই প্রথম নীলফামারীতে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আতিক আহমেদের উদ্যোগে করা হচ্ছে।
দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারীর উপ-পরিচালক ডিএই, ডক্টর এস এম আবু বকর সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) আসাদুজ্জামান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আতিক আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।
পরিশেষে সকল কার্যক্রম সফলভাবে পালন করায় সকলের প্রতি অতিরিক্ত পরিচালক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যাযাদি/ এম