সৈয়দপুরে বোরোর বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

প্রকাশ | ১৪ মে ২০২৩, ১৬:৫৫

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে এবারে ইরি-বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সেইসাথে আবহাওয়া অনুকুলে থাকায় সিংহভাগ কৃষক তাদের ধান জমি থেকে কেটে মাড়াই শেষ করে সিদ্ধ ও শুকায়ে ঘর করতে ব্যস্ত সময় পার করছেন। 

সৈয়দপুর উপজেলার এলাকাগুলো ঘুরে দেখা যায়, বর্তমানে কৃষকরা তাদের ধান ও খড় শুকাতে ব্যস্ত সময় পার করছেন। 

এসময় কথা হলে তারা জানান, এবারে আবহাওয়া অনুকুলে থাকায় তারা ধান ঘর করার পাশাপাশি ধান বিক্রি করেও ভালো দাম পাচ্ছেন। 

কৃষকরা জানান, কাঁচা হাইব্রিড ধান বস্তা প্রতি ১৬শ’ থেকে ১৭শ’ টাকায় বিক্রি হচ্ছে। ব্রি-২৮ ধান কাঁচায় ১৮শ’ থেকে ১৯শ’ টাকায় বিক্রি হচ্ছে। আর শুকনা এসব ধান ১৮শ’ থেকে ২২শ’ টাকা বস্তা প্রতি বিক্রি হচ্ছে। তাই, কৃষকদের মাঝে এবার ধান আবাদ করে স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় কৃষি অফিস জানায়, এবারে সৈয়দপুর উপজেলায় ৭হাজার ৬শ’ ৮০ হেক্টর জমিতে বোরো চাষেল লক্ষ্যমাত্রা ছিল। এগুলো জমিতে উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছিল হাইব্রিড ৪ দশমিক পঁচিশ মেট্রিক টনসহ মোট ৩২ হাজার ৬শ’ ১ মেট্রিক টন ধান। 

তবে, লক্ষ্যমাত্রার চেয়ে বোরো ধান বেশী উৎপাদন হয়েছে। 

যাযাদি/ এম