গাজীপুরে স্বভাব কবি গোবিন্দ দাসের জন্মদিন পালন

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২১, ১৯:৩০

গাজীপুর প্রতিনিধি

 

 

স্বভাব কবি গোবিন্দ চন্দ্র দাসের ১৬৬ তম জন্মদিন উপলক্ষে সোমবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন কলেজের মিলনায়তনে আলোচনাসভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়।

 

আলোচনা সভায় নাট্য ব্যক্তিত্ব লিয়াকত চৌধুরীর সভাপতিত্বে মূল প্রবন্ধ তুলে ধরেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকর।

 

এতে আলোচক ছিলেন, ভাওয়াল বদরে অলম সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক নিরঞ্জন বিশ্বাস, দৈনিক গণমুখ পত্রিকার সম্পাদক অধ্যাপক

আমজাদ হোসেন, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, অধ্যক্ষ মো.শরিফুল ইসলাম, মো. মুকছুদুর রহমান ও কবি মোহসিন মনির, কবি শাহান সাহাবুদ্দিন।

 

আলোচনা সভায় দৈনিক গণমুখ পত্রিকার সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন,  বলেন, গবিন্দ চন্দ্র দাস ছিলেন কবি রবীন্দ্র নাথ ঠাকুরের মতোই প্রথম শ্রেণীর কবি ছিলেন।

 

স্বভাব কবি গোবিন্দ চন্দ্র দাসের ১৬৬ তম জন্মদিন ছিলো গত ১৬ জানুয়ারী কিন্তু

গাজীপুরের শ্রীপুরে ওই দিন নির্বাচন থাকায় জন্মদিন সোমবার পালন করা হয়।

 

যাযাদি/এস