বইমেলায় আসছে তরুণ লেখক জাকির হোসেন রাজুর বই ‘না ছুঁয়ে তোমাকে ছোঁব’

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৬

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

বইমেলা ২০২১ উপলক্ষে প্রকাশিত হচ্ছে তরুণ লেখক ও সাংবাদিক জাকির হোসেন রাজুর অণুকাব্যের বই ‘না ছুঁয়ে তোমাকে ছোঁব’। অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি প্রতিযোগিতায় কবিতা বিভাগের নির্বাচিত পাণ্ডুলিপি হিসেবে বইটি প্রকাশ করছে অক্ষরবৃত্ত প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। ফ্ল্যাপ লিখেছেন দেশের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা, কথাসাহিত্যিক ও কবি এবিএম সোহেল রশিদ। ৬৪ পৃষ্ঠার বইটি চার লাইনের মোট ১৭৬টি অণুকবিতা দিয়ে সাজানো হয়েছে। মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা।

 

বইটি নিয়ে জাকির হোসেন রাজু বলেন, ‘এবারের মেলা উপলক্ষে আমার অণুকাব্যের বই আসছে। তিনি বলেন, আমরা দিনের পর দিন পাশাপাশি থেকেও অপর পাশের মানুষের ভালোবাসাগুলো অনুভব করতে পারি না। পারি না হৃদয়ের ফ্রেমে বন্দি করে রাখতে সতেজ, শুভ্র ভালোবাসা। প্রতিটি মানুষের জীবনে প্রেম বা ভালোবাসা আসে। কিন্তু নিয়তির কাছে হেরে গিয়ে কখনো কখনো আমাদের হৃদয়ের কাছের মানুষকে ছেড়ে দিতে হয়, চলে যেতে দিতে হয়!! প্রকৃত প্রেমিকরা কখনো ভালোবাসা হারিয়ে যেতে দেয় না। স্মৃতির পাতায়, মনের খাতায়, লেখনীতে সেই ভালোবাসাকে ধরে রাখে। এই সীমিত সময়ের জীবনে কেউ কেউ হাজারো সীমাবদ্ধতার মাঝে নিজেকে টিকিয়ে রাখতে পারে না। কেউ কেউ রেখে যায় অতৃপ্ত সমাপ্তি। বইটির মূল উপজীব্য হলো প্রস্ফুটিত হওয়ার আগেই অকালে ঝরে যাওয়া ভালোবাসা। আশা করি ‘না ছুঁয়ে তোমাকে ছোঁব’ পাঠককে বহুমাত্রিক আনন্দ দেবে।

 

যাযাদি/ এস