শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জামালপুরে ড. মাহমুদুল হাছানের ‘বেলা-অবেলার কথা’ বইয়ের মোড়ক উন্মোচন

জামালপুর প্রতিনিধি
  ২৭ মার্চ ২০২১, ২১:০৫

জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাছান রচিত ‘বেলা-অবেলার কথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। এছাড়াও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: ফরহাদ আলী, প্রভাষক সৈয়দ আরিফুল হক, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. শাহজালাল, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এসএম ইউসূফ আলী, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বেলা-অবেলার কথা বইটি মূলত লেখকের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে লেখা হয়েছে। লেখকের জীবনের ভালো ও খারাপ সময়, বিভিন্ন দেশের সৌন্দর্য, ইতিহাস, মানুষের জীবন যাপন ইত্যাদি তুলে ধরা হয়েছে বইটিতে। প্রকাশনা প্রতিষ্ঠান ‘আগামী প্রকাশনী’ থেকে প্রকাশিত ‘বেলা-অবেলার কথা’ বইটি অমর একুশে বইমেলায় আগামী প্রকাশনীর প্যাভিলিয়ন ছাড়াও জামালপুরে পাওয়া যাবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে