শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরুড়ায় কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
  ২৯ মার্চ ২০২১, ১৪:৪৩

কুমিল্লার বরুড়ায় আলোকের অন্তর্ধান কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ‘বাংলাদেশের এক অনন্য অর্জন’ ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে উত্তরণ’ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক দুই দিন ব্যাপী আয়োজিত আনন্দ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিবসের গত রোববার সন্ধ্যায় উপজেলা স্বাধীনতা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার(্ইউএনও) মো. আনিসুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) নাহিদা সুলতানা, বইটির লেখক এন.এম শামীম, শিক্ষা অফিসার এ.কে.এম ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী লেডিস ক্লাবের সভানেত্রী ডা. তাশফিয়া তাবাচ্ছুম মৌ, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া প্রমুখ। এ কাব্যগ্রন্থটি সম্পর্কে জানতে চাইলে কাব্যগ্রন্থটির লেখক এন.এম. শামীম জানান, দেশ, প্রকৃতি, প্রেম ও বিরহ এ ৪টি বিষয়ের সমন্বয়ে ‘আলোকের অন্তর্ধান’ কাব্যগ্রন্থটি লিখা হয়েছে। এ বছর অমর একুশের বই মেলায় এ বইটি বের করা হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে