শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনায় বস্তি বাসি

জালাল উদ্দীন রুমী
  ১৩ এপ্রিল ২০২১, ১২:৫১

বসতির ওরা সস্তি পায়না

সরু গলির মোড়ে,

হাটাচলা নাওয়া খাওয়ার

অশান্তিতেই বাড়ে।

অন্ন চিন্তায় দিন চলে যায়

হয় না লেখা পড়া,

সারাটি শহরে কাজের খোঁজে

হয়গো রোজ ঘোরা।

দয়া করুনা চাই না ওদের

কাজে মাইনা দাও,

মানুষ ভেবে ওভাই সাহেব

একটু ফিরে চাও।

এই করোনায় তাদের কষ্ট

হবে কেমনে জয়,

সকল কর্মই বন্ধ থাকবে

তাই কী করে হয় ?

এমপি মন্ত্রী নগরের পিতা

আসেন ভোট নিতে,

ওদের ভোটের হিসাব মিলে

আসনে যায় জিতে।

বস্তির নামে বাজেট আসলে

উন্নয়ন না ক'রে,

সেই টাকাতেই নেতা বাবুরা

নিজের বাড়ি গড়ে।

দুস্থ মানুষের আটা চালের

যোগান দিবে বলে,

লকডাউনটা করল জারি

সদ্য শাসক দলে।

রিক্সা ট্যালা আর চলবেই না

এই করোনা কালে,

স্বাস্থ্য সুরক্ষায় থাকো সবাই

বাবুরা গেল বলে।।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে