মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শাহাজাদা বসুনিয়ার কবিতা

চাই সুন্দর মানুষ
  ১২ মে ২০২১, ০০:০০
আপডেট  : ৩০ জুন ২০২১, ১১:৫৭

হে পৃথিবী আমি এক নগ্ন সত্যের সন্ধান পেয়েছি তোমার গায়ে অসংখ্য ত্বক ত্বক রহস্যের অন্যতম হলো 'মানুষ' মানুষেই হলো ধ্বংস এবং সন্ত্রাসের দেবতা ভয়ানক ভীতিতে মানুষের বসবাস মানুষ পান করে বিনাশ ও বিদ্রোহের সুরা আত্ম-অহংকারে হাঁটে কর্দমাক্ত পঙ্কিলে ধর্মসংঘের সদস্য মানুষ ক্রোধ এবং হিংসায় খেপে ওঠে মানুষ ভয়ানক শব্দে কাঁপে পৃথিবী পৃথিবীতে উষ্ণ নিশ্বাস, শ্বাস বন্ধ হয় পৃথিবীর ক্রোধান্বিত মানুষ! পৃথিবী কম্পিত! মানুষের গল্প সহস্রবর্ষের নিঃসৃত-ধূম্র-উত্তপ্ত লাভার মতো আমরা মানুষ অভিশপ্ত মানুষের হৃদয় শুকিয়ে নীরস শস্যক্ষেত্র পৃথিবীর বুকে চলছে অগ্নিবৃষ্টি মানুষ এখন ক্লান্ত-অবসন্ন, জীবনের ফাল্গুনধারা শুকিয়ে গেছে মৃতু্য-মন্দির, মসজিদ, গির্জার দুয়ার বন্ধ অমঙ্গলের ভয়ানক শব্দ সর্বত্র সঁ্যাতসেঁতে পৃথিবীর বুকে মৃতু্যচিহ্ন অশুভ চিহ্নের কপাট খুলবে মানুষ এখন সময়। চূড়ান্ত সময়। মানুষ জেগে উঠবে, পৃথিবী সুন্দর হবে, সুশোভিত হবে নিঃসর্গ হে সুন্দর পৃথিবী, তোমার ত্বকে আমরাই শ্রেষ্ঠ মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে