বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাখির বায়না

।।জালাল উদ্দীন রুমী।।
  ২৬ জুলাই ২০২১, ১১:২৮

ছোট্ট পাখির বড় বায়না

বিচার কর তো বাবু,

আমরা পাখি হেথায় থাকি

এখন কোথায় যাব ?

বালক গণে খেলার ছলে

বাটুল ধনুক হাতে,

ছুড়ছে গুল্লি বধ করিতে

বন বাদাড়ের পথে।

ঘরে আমার দুইটি ছানা

খাবার কিছুই নাই,

পিছে ঘুরছে দুষ্টুর দলে

এখন কোথায় যাই !

ভয়ে কাঁপছে ছোট্ট বুকটা

পা কাঁপছে থরোথর,

বড় কষ্টেই এলাম ছুটে

ডানায় দিয়ে গো ভর।

মোদের গানে সকাল আসে

ফুটছে হাজারো ফুল,

পোকা মাকড় আহার করি

এটাই মোদের ভূল ?

বাসা বানায় গাছের ডালে

শুনাই সবার গান,

কত শিশুর খেলনা হয়ে

ভাঙ্গায় তাদের মান।

ফুলে ফুলে পরাগ বিলাই

ফল ধরে সেই গাছে,

শস্য দানায় খেয়ে মানুষ

শক্তি সাহসেই বাঁচে।

আমরা কী এতই জঞ্জাল

বালক দলের কাছে,

তবে কেন অবুঝ বালক

মারতে ঘুরছে পিছে।

বিষ দিওনা ক্ষেতের মাঠে

এই মিনতি করছি,

এই পৃথিবী আমাদেরও তো

তোমার কাছে বলছি।।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে