বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

​জামালগঞ্জে সনাতনী ঐতিহ্যের দুর্গাপূজায় সঙ্কলন দশভুজার প্রকাশনা উৎসব

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ০৬ অক্টোবর ২০২১, ২০:২১

জামালগঞ্জ উপজেলায় সনাতনী কৃষ্টি ও ঐতিহ্যের দুর্গাপূজায় সঙ্কলন দশভুজা সঙ্কলনের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জামালগঞ্জ পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে প্রকাশনা উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি করুণা সিন্ধু তালুকদার।

পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অজিত কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী, সহ সভাপতি অসিত রায় চৌধুরী, বিধান ভূষণ চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য দেন পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র আচার্য শম্ভু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দশভুজা সঙ্কলনের সম্পাদক অতুল চন্দ্র তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সঙ্কলনের লেখা আহবানের আহবায়ক সিন্ধু ভূষণ তালুকদার, অর্থ সংগ্রহ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, জামালগঞ্জ সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈলেন্দ্র দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কমল কান্তি ঘোষ চৌধুরী, সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির দুর্গাপূজা পরিচালনা কমিটির সভাপতি অজিত পাল, কুহেলিকা মুদ্রণের স্বত্বাধিকারী, সাংবাদিক ও কলামিস্ট বিশ্বজিত রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য জানকীনাথ চৌধুরী, সৈকত ঘোষ চৌধুরী, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন রায়, বেহেলী ইউনিয়নের সভাপতি সুবোধ চন্দ্র তালুকদার, ভীমখালী ইউয়িনের সভাপতি বিশ্বজিত রায় গৌতম, সাচনা বাজার ইউনিয়ন সভাপতি বাবুল চন্দ্র তালুকদার ও সাধারণ সম্পাদক বিমল চন্দন দাস প্রমুখ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে