​ ভাঙ্গুড়ায় কবি মুসাফির রচিত রাসুল (সা.)-এর গীতিনকশা বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশ | ০১ জানুয়ারি ২০২২, ২১:০৯

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

 

চলনবিলের প্রসিদ্ধ লেখক কবি নুরুজ্জামান মুসাফিরের সিরাতুন্নবী (সা.)-এর ওপর লেখা গীতিনকশা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

 

এ উপলক্ষে ১ জানুয়ারি শনিবার দুপুর ২টায় কবির পক্ষ থেকে ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প্রকাশনা অনুষ্ঠানের অয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পাবনা সংস্কৃতি কেন্দ্রের সভাপতি এস এম সোহেল। সংস্কৃতি কেন্দ্রের পরিচালক মো. আখতার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন কবি নুরুজ্জামান মুসাফির। রাসুল (সা.)-এর গীতিনকশার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিকাশ চন্দ্র চন্দ, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো. ময়নুল হক, সাংবাদিক মো. জাহিদুল ইসলাম, বিকাশ চন্দ্র গোস্বামী প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় সংবাদকর্মী, লেখক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য. কবি নুরুজ্জামান মুসাফির দীর্ঘদিন পাবনার ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। পাশাপাশি তিনি সাহিত্য গবেষণা, গল্প, প্রবন্ধ ও কবিতা লেখেন। তার লেখা অসংখ্য পাণ্ডুলিপি রয়েছে, যা অর্থাভাবে আজও প্রকাশ করা সম্ভব হয়নি। তিনি রাজশাহী বেতার কেন্দ্রের একজন নাট্যকার। তার লেখা অনেক গানও রয়েছে। লেখকের রচিত অসংখ্য রম্য কবিতা রয়েছে। তিনি পাবনা জেলা ও ভাঙ্গুড়া উপজেলার ইতিহাসেরও রচয়িতা।

 

যাযাদি/ এস