বইমেলা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২২, ০০:০০ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২২, ০৯:০৯

সাখাওয়াত হোসেন

করোনাভাইরাসের ভয়াবহ ঊর্ধ্বমুখী প্রবণতার মুখে অমর একুশে গ্রন্থমেলা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হলে এ সময়ের পরও শুরু করা সম্ভব হবে কি-না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন যেভাবে উচ্চলাফে করোনার সংক্রমণ বাড়ছে তাতে সহসা তা নিয়ন্ত্রণে আসবে এমনটা আশা করা অনর্থক। বরং ফেব্রম্নয়ারি-মার্চে এ মরণব্যাধির সংক্রমণ আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। গত বছরের পরিসংখ্যান পর্যালোচনায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এ ইঙ্গিত দিয়েছে। এ ছাড়া ফেব্রম্নয়ারির মাঝামাঝি কিংবা শেষ নাগাদ অথবা মার্চের শুরুতে বই মেলার আয়োজন করা হলে তাতে কতটা পাঠক কিংবা ক্রেতা সমাগম হবে তা নিয়ে সংশয় রয়েই গেছে। এ পরিস্থিতিতে বাংলা একাডেমি বই মেলার আয়োজন করলে বেশিরভাগ প্রকাশকই তাতে অংশ নিতে অনাগ্রহ দেখাবে। বিশেষ করে ছোট-মাঝারি প্রকাশকরা ঝুঁকি নিতে চাইবে না। ফলে বড় বড় প্রকাশনী প্রতিষ্ঠান এ মেলায় যোগ দিলেও তা জমে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি গতবারের মতো এবারও এ ধরনের ঝুঁকি নেবে কিনা তা নিয়ে প্রকাশকদের অনেকে সন্দিহান। তবে প্রথমা ও পাঞ্জেরি পাবলিকেশনসহ বেশ কয়েকটি বড় প্রকাশনী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে,