শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধুর ডাকে সাড়া, মুক্তিযুদ্ধে ’ ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫০

মুজিববর্ষে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক স্মরণিকাবঙ্গবন্ধুর ডাকে সাড়া, মুক্তিযুদ্ধে উল্লাপাড়া উল্লাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ জানান যে গুগল প্লে স্টোরেমুক্তিযুদ্ধে উল্লাপাড়াশিরোনামে মোবাইল এ্যাপ্লিকেশন এবং muktijuddheyullapara.com – -বুক ভিডিও চিত্রসহ উল্লাপাড়ার মুক্তিযোদ্ধাবৃন্দের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধে উল্লাপাড়ার ঘটনাবলী সংরক্ষণ করা হয়েছে

দেওয়ান মওদুদ আহমেদ সম্পাদিতবঙ্গবন্ধুর ডাকে সাড়া, মুক্তিযুদ্ধে উল্লাপাড়ানামের স্মরণিকাটির মধ্যে বাংলাদেশের মুক্তিসংগ্রামের বিস্তৃত বিবরণ বর্ণিত হয়েছে একাত্তরের রণাঙ্গণের অদম্য বীর যোদ্ধাদের স্বীয় অভিজ্ঞতার আলোকে তাই সেই বর্ণনা যেমন জীবন্ত, তেমনি প্রেরণাদায়ী আমাদের চরম শোক পরম গৌরবমণ্ডিত মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগে ব্রতী মুক্তিকামী মানুষের সংগ্রামের প্রস্তুতিপর্ব, রণাঙ্গনের বীরত্বগাথা, নূতন জাতির আত্মপ্রকাশ এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশ নিয়ে আশা-আকাঙ্ক্ষার এই আলেখ্য কিশোর-তরুণদের ইতিহাস সচেতন স্বদেশপ্রেমে দীক্ষিত করে তুলবে একইসাথে যে কোনো বয়সী পাঠকের মনে উন্মেষ ঘটাবে দেশ দেশের মানুষের প্রতি প্রগাঢ় ভালোবাসা

স্মরণিকাটিতে উল্লাপাড়ার ভাতাপ্রাপ্ত ৪০০ জন মুক্তিযোদ্ধার জীবনবৃত্তান্ত, ৪৮জন মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের স্মৃতিকথা সংকলিত হয়েছে এতে সিরাজগঞ্জের সাবেক এসডিও শহীদ কে শামসুদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ, সিরাজগঞ্জের প্রথম প্রতিরোধ, পলাশডাঙ্গা যুবশিবির, উল্লাপাড়া মুক্ত দিবস প্রভৃতি বিষয় নিয়ে লেখা প্রকাশিত হয়েছে উল্লাপাড়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম স্মরণিকাটির হার্ডকপি এবং ডিজিটাল ফরম্যাট উদ্বোধন করেন

ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষিত হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস জানা সহজ হবে, ফলশ্রুতিতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা দেশ গঠনে আত্মনিবেদন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইউএনও উল্লাপাড়া দেওয়ান মওদুদ আহমেদ

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে