ফুলবাড়ী সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আড্ডা

প্রকাশ | ০১ মার্চ ২০২২, ১৬:৫০

ইউনুছ আলী আনন্দ, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

 

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চাই সুষ্ঠু সাহিত্য চর্চা, চাই সমৃদ্ধ জীবনএই স্লোগানে ২০১৫ সালের ফেব্রুয়ারি ফুলবাড়ী উপজেলায় প্রতিষ্ঠিত হয় ফুলবাড়ী সাহিত্য পরিষদ হাটিহাটি পাপা করে এগিয়ে চলা ফুলবাড়ী সাহিত্য পরিষদ আবার নতুন উদ্যোমে পথচলা শুরু করেছে সংগঠনটির উদ্যোমী যাত্রায় যোগ দিচ্ছেন স্থানীয় নবীন প্রবীণ লেখিয়ারা

 

সংগঠনটির পথচলা থেকেই সংগঠনের লেখক-কবিরা সাহিত্য-সংস্কৃতি চর্চাকে লালন করে চলছে এরই ধারাবাহিতায় ২৮ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যার পর স্থানীয় লেখিয়াদের নিয়ে নিয়মিত আয়োজন মাসিকসাহিত্য আড্ডাঅনুষ্ঠিত হয়

 

এতে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা, সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, ফুলবাড়ী সাহিত্য পরিষদ এর লেখক আব্দুল মান্নান, লেখক অনিল চন্দ্র রায়, লেখক নুর ইসলাম, লেখক আনোয়ারুল ইসলাম শিমুল, লেখক নাজমুল হুদা, লেখক আদনান মানিক প্রমূখ

 

সাহিত্য আড্ডায় উপস্থিত লেখকরা তাদের স্ব-রচিত কবিতা ছোটগল্প পাঠ করেন এরপর মহান স্বাধিনতা দিবস ২০২২ উপলক্ষে ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর প্রকাশনা সাহিত্যের কাগজকালস্রোতপ্রকাশ করার এক সাময়িক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে

 

যাযাদি/এস