বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে গ্রন্থমেলার উদ্বোধন ‘গঠনমূলক গ্রন্থের কোন বিকল্প নেই-অতুল সরকার’

ফরিদপুর প্রতিনিধি
  ০৭ মার্চ ২০২২, ১৮:৫১

‘আট আনায় জীবনের আলো কেনাপ্রতিপাদ্যকে উপজীব্য করে ফরিদপুরে শুরু হয়েছে অমর একুশে গ্রন্থ মেলা

৭ই মার্চ সোমবার মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জ্ঞানের আলো ট্রাস্ট' দূরদর্শী সৃজনীশক্তি ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ফরিদপুর জেলা প্রশাসন জ্ঞানের আলো ট্রাস্ট যৌথভাবে মেলার আয়োজন করেছে জেলা শহরের সরকারি রাজেন্দ্র কলেজ শহর শাখার মাঠে মেলার আয়োজন করা হয়েছে

বেলা সাড়ে ১১ টায় মেলাটির উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল পাশা, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সিনিয়র সহসভাপতি শামীম হক, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা অনুষ্ঠানের গ্রন্থমেলা গ্রন্থের তাৎপর্য তুলে ধরেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান

মেলায় মোট স্টলের সংখ্যা অর্ধশত সকলের জন্য মেলাটি উন্মুক্ত থাকবে মেলাটি আগামী ১৭ মার্চ পর্যন্ত চলবে

অনুষ্ঠানে জ্ঞানের আলো ট্রাস্ট' স্বপ্নদ্রষ্টা জেলা প্রশাসক অতুল সরকার বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশপাশি খেলাধুলাসহ এক্সট্রা কারিকুলামে দক্ষ হতে হবে মেধাবীদেরকে ভবিষ্যত নেতা হিসেবে তৈরী করতে হবে এজন্য গঠনমূলক গ্রন্থের কোন বিকল্প নেই এলক্ষ্য বাস্তবায়নে গ্রন্থমেলা ব্যাপক ভূমিকা পালন করবে তিনি গ্রন্থ মেলার মালিকানা সম্পর্কে বলেন, মেলাটির মালিক জেলার কোমলমতি শিক্ষার্থীরা প্রতিমাসে তাদের সঞ্চয় করা আট আনা (পঞ্চাশ পয়সা) এমেলাকে এগিয়ে নিয়ে যাবে জ্ঞান পিপাসু মানুষের আকাঙ্খার বাস্তব রূপায়নের লক্ষ্যে প্রতিবছর এই গ্রন্থ মেলা অনুষ্ঠিত হবে বলে মেলা থেকে জানানো হয়

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে