মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

​​​​​​​বই মেলায় সাড়া ফেলেছে খানসামার তরুণ কবি মাহফুজের প্রথম কাব্যগ্রন্থ "আপু"

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  ০৯ মার্চ ২০২২, ২০:৪২

এবারের অমর একুশে বইমেলায় বেশ সাড়া ফেলেছে দিনাজপুর জেলার খানসামা উপজেলার কৃতি সন্তান ব্যাংক কর্মকর্তা তরুণ কবি মাহফুজুর রহমানের প্রথম একক কাব্যগ্রন্থআপু

গ্রন্থের কবিতাগুলো নারীদের জীবন বাস্তবতার সবচেয়ে কাছাকাছি তিক্ত সত্যগুলো উপস্থাপন করা করেছে সমাজের অবেহেলিত নারীদের চলমান পরিস্থিতি থেকে শুরু করে মানুষের নিকটতম আবহকে সাদরে আহ্বান করে চরণে চরণে শব্দের গাঁথুনিতে স্থান পেয়েছে অজস্র না বলা, অব্যক্ত আর্তনাদ প্রেমের অমৃত নির্যাসের অনুসন্ধান করেছে কিছু কবিতা এছাড়াও চারটি সনেট কবিতা, দিনাজপুর জেলার পরিচিতি, খানসামা উপজেলার অজানা তথ্য, তাঁর জন্মস্থান দুহশুহ গ্রামের ইতিকথা, বিভিন্ন সামাজিক সংগঠনের অবদান চরণে চরণে তুলে ধরা হয়েছে কাব্যগ্রন্থে

মেলায় জ্ঞানকোষ প্রকাশনের ২৯৯-৩০২ স্টলে পাওয়া যাচ্ছে 'আপু' পাশাপাশি বইটি বুক এক্সপ্রেস মাহাফুজুর রহমানের ফেসবুক আইডিতে সরাসরি প্রি-অর্ডার করা যাবে বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭৫ টাকা

তরুণ কবি মাহফুজুর রহমান জানান, নান্দনিকতার দিক দিয়ে কবিতা সবচেয়ে সুন্দর শিল্পমাধ্যম, প্রতিবাদের নীরব হাতিয়ার 'আপু' আমার প্রথম কাব্যগ্রন্থ গ্রন্থটি অবহেলিত বৈষম্যের শিকার নারীদের সমাজ, মন, বাস্তবতা, মনস্তত্ত্ব, রোমান্টিকতার বিষয়গুলোকে উপজীব্য করে রচিত হয়েছে এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে প্রি অর্ডারের মাধ্যমে ২০০ কপি বই বিক্রি হয়েছে আশা করছি কাব্যগ্রন্থটি পাঠক মহলে আরো ব্যাপক সাড়া ফেলবে

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে