পশ্চিমবঙ্গের প্রখ্যাত গণসংগীত শিল্পী ও সংগঠক কঙ্কন ভট্টাচার্যকে ভাঙ্গায় সংবর্ধনা
প্রকাশ | ১৭ মার্চ ২০২৩, ১৪:২৭

পশ্চিমবঙ্গের প্রখ্যাত গণসংগীত শিল্পী , গীতিকার ও সংগঠক কঙ্কন ভট্টাচার্য ও তার পরিবারকে ভাঙ্গায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ভাঙ্গা পৌর সদরের ওরিয়েন্ট লাইব্রেরী এন্ড ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ভাঙ্গার নাগরিক সমাজ ও উদীচী শিল্পী গোষ্ঠী শুক্রবার সকাল ৯ টায় এ সংবর্ধনা প্রদান করে।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা নাগরিক সমাজের আহ্বায়ক এবং বাসদ নেতা সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফরিদপুর জেলা কৃষক সমিতির সভাপতি সুধীন সরকার মঙ্গল, নাগরিক সমাজের যুগ্ম আহবায়ক অ্যাপোলো নওরোজ ও অধ্যাপক সরোয়ার হোসেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ভাঙ্গা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়া বে-নজীর আহমাদ ও সাধারণ সম্পাদক কমরেড লিয়াকত মোল্লা, ভাঙ্গা উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র মন্ডল, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নেত্রী মাহমুদা বেগম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাক খান প্রমূখ।
যাযাদি/ এস